বাংলা নিউজ > ঘরে বাইরে > করোনার দ্বিতীয় 'ওয়েভ'-এর মুখে দাঁড়িয়ে ভারত? নয়া প্রজাতির ভাইরাসে বাড়ছে আশঙ্কা

করোনার দ্বিতীয় 'ওয়েভ'-এর মুখে দাঁড়িয়ে ভারত? নয়া প্রজাতির ভাইরাসে বাড়ছে আশঙ্কা

কড়া নির্দেশিকা সত্ত্বেও পরেননি, জরিমানা মুম্বইয়ে। (ছবি সৌজন্য পিটিআই)

কমপক্ষে চার রাজ্যে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

তাহলে কি করোনাভাইরাসের ‘দ্বিতীয় ঢেউ’-এর (সেকেন্ড ওয়েভ) মুখে দাঁড়িয়ে আছে ভারত? মহারাষ্ট্র, কেরালা, মধ্যপ্রদেশ এবং পঞ্জাব-সহ ভারতের একাধিক রাজ্যে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে সেই আশঙ্কা ক্রমশ বাড়ছে। বিশেষত করোনাভাইরাসের চারিত্রিক পরিবর্তনের ফলে আশঙ্কার প্রহর গুনছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ।

এমনিতে গত কয়েক মাস ধরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছিল। তার জেরে আমজনতার একাংশের মধ্যে রীতিমতো গা-ছাড়া মনোভাব তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে শুক্রবার ১৩,৯৩৩ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। যা গত ২৫ জানুয়ারির পর দেশে সর্বোচ্চ। একমাত্র ২৯ জানুয়ারি দৈনিক আক্রান্তের সংখ্যা বেশি ছিল। শুধু তাই নয়, টানা পাঁচদিন দেশে নয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত বছর ১৭ সেপ্টেম্বর একদিনে সর্বাধিক দৈনিক আক্রান্তের খোঁজ পাওয়ার পর  এই নিয়ে দ্বিতীয়বার দেশে লাগাতার পাঁচদিন নয়া সংক্রমিতের সংখ্যা উর্ধ্বমুখী হয়েছে। 

তারইমধ্যে মহারাষ্ট্রে অমরাবতী এবং আকোলাতে নয়া চরিত্রের করোনাভাইরাসের হদিশ পাওয়ার খবর মিলেছে। মহারাষ্ট্র সরকারের উপদেষ্টা জানিয়েছেন, নাগপুর থেকে ঔরঙ্গাবাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বিদর্ভের তিনটি জেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে সংক্রমণ হার। তার জেরে বিদর্ভ এলাকায় নতুন করে লকডাউন শুরু হয়েছে। মুম্বইয়ে আমজনতার জন্য নয়া সুরক্ষা বিধি জারি করা হয়েছে। 

পরিসংখ্যান অনুযায়ী, শনিবার মহারাষ্ট্রে ৬,২৮১ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। তার মধ্যে প্রায় ২৭ শতাংশ আক্রান্ত হয়েছেন শুধু মুম্বই এবং অমরাবতী পুরনিগমেই। একইসঙ্গে পরপর দু'দিন রাজ্যে ৬,০০০-এর বেশি আক্রান্তের হদিশ মিলেছে। ছ'মাসে এই প্রথম এরকম ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র। লাগাতার রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের ধারণা, আপাতত ভারতে যে ধরনের করোনা আছে, তার থেকে বেশি সংক্রমণ ছড়াতে পারে নয়া চরিত্রের করোনা।

একইভাবে পঞ্জাব এবং মধ্যপ্রদেশেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত সাতদিন ধরে লাগাতার করোনা আক্রান্তের বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০০ জন জন নয়া আক্রান্তের সংখ্যা হদিশ মিলেছে। একইভাবে মধ্যপ্রদেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর দেশের মধ্যে সবথেকে সক্রিয় আক্রান্ত আছে কেরালায়। আপাতত ভারতের প্রায় ৬২ শতাংশ সক্রিয় রোগী কেরালায় আছেন।

ঘরে বাইরে খবর

Latest News

নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.