বাংলা নিউজ > ঘরে বাইরে > জঙ্গি কার্যকলাপের সঙ্গে শিক্ষিত যুবকদের জড়িত থাকার নজির আছে, বললেন রাজনাথ সিং

জঙ্গি কার্যকলাপের সঙ্গে শিক্ষিত যুবকদের জড়িত থাকার নজির আছে, বললেন রাজনাথ সিং

রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী(PTI Photo) (PTI)

রাজনাথ সিং বলেন, পাইলটের ট্রেনিং নেওয়ার পরেও কেউ খালিদ শেখ বা মহম্মদ আটার মতো জঙ্গি হতে পারে। বিলিওনেয়ার হয়েও কেউ ওসামা বিন লাদেন হতে পারেন। আর খবরকাগজের হকার থেকে কেউ এপিজে আব্দুল কালাম হতে পারেন, সবটাই নির্ভর করে স্ট্রাগলের উপর।

শিক্ষিত যুবক, যুবতীরাও নানা সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছেন। এমন একাধিক নজির ভারতেও রয়েছে। অন্যদিকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হানায় জড়িতরাও পাইলট ট্রেনিং নিয়েছিলেন। জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

পুনের ডিওয়াই পাতিল বিদ্যাপীঠে সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কোনও দেশের ভবিষ্যৎ সেই দেশের যুব সমাজের উপর নির্ভর করে।তারাই দেশের বড় শক্তি। তাঁরাই পরিবর্তনের অনুঘটক।

তিনি বলেন, আপনারা বিশ্বের নানা উদাহরণের কথা শুনেছেন।আমেরিকার মতো উন্নত দেশের কথাও জানেন। পাইলট ট্রেনিং নিয়েও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হানা দিল জঙ্গিরা। ভারতেও একটা নয় একাধিক নজির রয়েছে যেখানে যে যুবকরা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তারা শিক্ষিত।

বিখ্যাত লেখক থমাস ফ্রেডম্যানের কথাও উল্লেখ করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, একদিকে যখন আল কায়দার সঙ্গে যুক্ত যুবকরা হত্যালীলায় মেতে যায়, তখন ইনফোসিসের সঙ্গে যুক্ত থাকা যুবকরা মানব সমাজের মঙ্গল চান। 

রাজনাথ সিং বলেন, পাইলটের ট্রেনিং নেওয়ার পরেও কেউ খালিদ শেখ বা মহম্মদ আটার মতো জঙ্গি হতে পারে। বিলিওনেয়ার হয়েও কেউ ওসামা বিন লাদেন হতে পারেন। আর খবরকাগজের হকার থেকে কেউ এপিজে আব্দুল কালাম হতে পারেন, সবটাই নির্ভর করে স্ট্রাগলের উপর। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ বলতেন, প্রতিটি সমাজ ও দেশের একটি নিজস্ব প্রকৃতি আছে। এটিকে উন্নত করার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। 

ঘরে বাইরে খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.