Hindustan Times
Bangla

ক্রিকেটে তো ধোনি ম্যাজিক আছেই। হেয়ারস্টাইলেও মহেন্দ্র সিং ধোনির জুড়ি মেলা ভার। বড় চুল থেকে মোহক - দীর্ঘ কেরিয়ারে বহুবার পালটেছেন চুলের স্টাইল।

২০০৪ সালে অভিষেকের সময় ধোনির লম্বা চুল ছিল। চুলে সোনালি রঙের আভা ছিল। যে স্টাইল হিট হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রান করার পর সেই হেয়ারস্টাইল আরও জনপ্রিয় হয়েছিল (এএফপি ফাইল)

২০০৬ সালে ধোনির চুলের রঙে সামান্য পরিবর্তন এসেছিল। পুরো কালো চুল রেখেছিলেন। যে হেয়ারস্টাইল দেখে অনেকেই নিজেদের চুলও সেভাবেই কাটছিলেন (এএফপি ফাইল)।  

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনির যে আইকনিক ছবি আছে, তাতেও লম্বা ও কালো চুল ছিল (ফাইল ছবি, সৌজন্যে টুইটার)   

২০০৮ সালে অবশ্য বড় চুল ছিল না ধোনির। অনেকের হৃদয় ভেঙে দিয়ে বড় চুল কেটে ফেলেছিলেন। ছোট চুল রেখেছিলেন (এএফপি ফাইল)।    

২০০৯ সাল: ক্যাপ্টেন ধোনির চুলে পাক ধরতে শুরু করেছিল। সেই বছর একাধিক ছবিতে ধোনির সাদা চুল দেখা যাচ্ছিল (এএফপি ফাইল)।

২০১১ সালে বিশ্বকাপ জয়ের পরই মাথা মুড়িয়ে ফেলেছিলেন ধোনি। ফাইনালের রাতে মাথায় চুল ভরতি থাকলেও পরদিনই ন্যাড়া হয়ে গিয়েছিলেন (এএফপি ফাইল)।

২০১২ সাল: ধোনির মাথায় ফের চুল ফিরে এসেছিল। আগের মতো বড় চুল করেননি। তবে মাথাভরতি চুল ফেরত এসে গিয়েছিল (ছবি সৌজন্যে আইসিসি)।

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগে ধোনির মোহক হেয়ারস্টাইল নজর কেড়েছিল। তবে সেই হেয়ারস্টাইল তেমন পছন্দ ছিল না ফ্যানদের (ছবি সৌজন্যে বিসিসিআই) 

২০১৪ সাল: যে সিরিজে খেলে ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন, সেখানে ধোনির চুল বেশ ছোট ছিল। চলতি কথায় মিলিটারি ছাঁটের মতো দেখতে ছিল (ছবি এএফপি) 

২০১৫ সাল: আবার পুরনো স্টাইলে ফেরত এসেছিলেন ধোনি। ছোট চুল থেকে মাঝারি চুল রেখেছিলেন (ছবি এএফপি)।