বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: মাছচাষে ক্লাবকে কাজে লাগানোর নির্দেশ, ইলিশ নিয়েও বিশেষ পরামর্শ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: মাছচাষে ক্লাবকে কাজে লাগানোর নির্দেশ, ইলিশ নিয়েও বিশেষ পরামর্শ মুখ্যমন্ত্রীর

জলাশয়গুলিতে মাছচাষের জন্য পাড়ার ক্লাব ও স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগাতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি (এএনআই))

ইলিশের উৎপাদন বৃদ্ধি নিয়ে কথা বলেন। বেলাগাম খোকা ইলিশ ধরার ফলে রাজ্যে এই রূপালি ফসলের উৎপাদন কমছে। ফলে ইলিশের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে।

বাংলার অনেক জলাশয় রয়েছে। এই জলাশয়গুলিতে মাছচাষের জন্য পাড়ার ক্লাব ও স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগাতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও। এ নিয়ে উদ্যোগ নেওয়ার জন্য মৎসমন্ত্রীকে নির্দেশও দিন তিনি।

বুধবার বিধানসভায় রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি নিয়ে নানা পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে তিনি ইলিশের উৎপাদন বৃদ্ধি নিয়ে কথা বলেন। বেলাগাম খোকা ইলিশ ধরার ফলে রাজ্যে এই রূপালি ফসলের উৎপাদন কমছে। ফলে ইলিশের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে। বুধবার বিধানসভায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আইন করে খোকা ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। তবু দেদার খোকা ইলিশ ধরা হচ্ছে। ফলে ইলিশের উৎপাদন কমছে। বাজারে বাড়ছে এই মাছের দাম। বাঙালির রসনা তৃপ্তির জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে বসে থাকতে হচ্ছে।

অথচ ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য রাজ্যে গবেষণাগার রয়েছে। সেখানে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা চলছে। এই গবেষণা নিয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট আশাবাদী। তিনি বিধানসভায় আশা প্রকাশ করে বলেন, 'ইলিশ উৎপাদন বৃদ্ধি নিয়ে গবেষণা চলছে। আমাদের ওপারের ইলিশের উপর নির্ভর করতে হবে না।'

বাংলাদেশ ইলিশ উৎপাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। খোকা ইলিশ ধরা বন্ধ করাতেই এসেছে সাফল্য। তা ছাড়া ইলিশ ধরার সময়সীমাও নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে খোকা ইলিশ ধরাতে নিষেধাজ্ঞা থাকলেও বাজারে গেলে বোঝা যায় সেই আইন শুধুই খাতায়-কলমে। তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'শুধু আইন করে খোকা ইলিশ ধরা বন্ধ করা যাবে না। মানুষকে এ নিয়ে সচেতন করতে হবে।'

বাংলার মুখ খবর

Latest News

৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.