বাংলা নিউজ > ময়দান > ভারতীয় ক্রিকেটের মসনদে শেষ বিরাটের আগ্রাসী যুগ, ছাড়লেন টেস্ট দলের অধিনায়কত্ব

ভারতীয় ক্রিকেটের মসনদে শেষ বিরাটের আগ্রাসী যুগ, ছাড়লেন টেস্ট দলের অধিনায়কত্ব

বিরাট কোহলি।  (REUTERS)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পর ঘোষণা বিরাটের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের বড়সড় চমক দিলেন বিরাট কোহলি। ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন। যিনি গত বছর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছিলেন। পরে তাঁকে একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

শনিবার ইনস্টাগ্রাম পোস্টে বিরাট বলেন, ‘দলকে সঠিক দিকে নিয়ে যেতে সাত বছরের প্রতিটা দিন পরিশ্রম করেছি। নিরবিচ্ছিন্ন অধ্যবসায় বজায় রেখে চলেছি। চূূড়ান্ত সততার সঙ্গে আমি সেই কাজটা করেছি। সেখানে কিছু ফাঁক রাখিনি। সবকিছুকেই কোনও না কোনও সময় থামতে হয়। আমার কাছে ভারতীয় দলের টেস্ট দলের অধিনায়কত্ব (ছাড়ার) সময় এসে গিয়েছে।’ 

বিরাট যে বিদায়বার্তা লিখেছেন, তার প্রতিটি শব্দে আবেগের চূড়ান্ত বিস্ফোরণ ধরা পড়েছে। যে লোকটা জাতীয় দলের জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন (হয়ত কারও ভালো লেগেছে, কারও ভালো লাগেনি বিরাটের আচরণ), অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণার সময় আবেগে ভেসে গিয়েছেন সেই বিরাট। হয়ত চোখও ভিজে গিয়েছিল তাঁর। সোশ্যাল মিডিয়া পোস্টের দৌলতে তা বোঝা না গেলেও নিজের বিদায়বার্তার ছত্রেছত্রে বুঝিয়ে দিয়েছেন, দলটার সঙ্গে কতটা একাত্ম তিনি। বিরাটের কথায়, ‘দীর্ঘ যাত্রাপথে প্রচুর সাফল্য এসেছেে। ব্যর্থতারও সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কখনও প্রয়াস বা আত্মবিশ্বাসের ঘাটতি হয়নি। আমি যা কিছু করি, তাতে বরাবর ১২০ শতাংশ উজাড় করে দেওয়ার তত্ত্বে বিশ্বাস করে এসেছি। আমি যদি সেটা করতে না পারি, তাহলে আমি ভালোভাবে জানি যে সেটা করা আমার পক্ষে ঠিক নয়। আমার হৃদয়ে পুরোপুরি স্বচ্ছতা আছে। আমার দলের প্রতি আমি অসত্‍ হতে পারি না।'

দলের প্রতি বিরাট যে কোনওদিন অসত্‍ ছিলেন, তা তাঁর অতি বড় সমালোচকও বলতে পারবেন না। তাঁর আমলে ভারতের টেস্ট বোলিং লাইন-আপ বিশ্বের অন্যতম সেরা হয়ে উঠেছে। অন্য দেশের ডেরায় গিয়ে উইকেট তুলে এসেছে। সেই দলের সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বিরাট বলেন, 'এত দীর্ঘ সময় ধরে আমায় দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ প্রদানের জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাই। আরও বেশি করে ধন্যবাদ জানাচ্ছি আমার সতীর্থদের, যারা প্রথম দিন থেকে দলকে নিয়ে আমার যে লক্ষ্য ছিল, তা পূরণের ক্ষেত্রে সঙ্গী হয়েছে। কোনও পরিস্থিতিতে তারা হাল ছাড়েনি। তোমরা এই যাত্রাকে এতটা সুন্দর এবং স্মরণীয় করে তুলেছ।’

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে তিনি যে সাফল্য পেয়েছেন, তাতে রবি শাস্ত্রী এবং সাপোর্ট স্টাফদের ‘ইঞ্জিন’ হিসেবে উল্লেখ করেছেন বিরাট। তিনি বলেছেন, ‘রবি ভাই (রবি শাস্ত্রী) এবং সকল সাপোর্ট স্টাফরা এই গাড়ির ইঞ্জিন হয়ে কাজ করেছেন। যাঁরা লাগাতার টেস্ট ক্রিকেটে আমাদের উপরের দিকে নিয়ে গিয়েছেন। সেই লক্ষ্যকে বাস্তবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’  যে শাস্ত্রীর অধীনে অস্ট্রেলিয়ায় দু'বার টেস্ট সিরিজ জিতেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে।

সেইসঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন বিরাট। যে ধোনির হাত থেকেই ২০১৪ সালে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন তুলে নিয়েছিলেন বিরাট। তিনি বলেন, 'শেষে মহেন্দ্র সিং ধোনিকে বড়সড় ধন্যবাদ জানাতে চাই। যিনি অধিনায়ক হিসেবে আমার উপর ভরসা রেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে আমি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারব।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস নিশীথের গ্রামে মহিলাদের বিক্ষোভের মুখে উদয়ন, পুলিশ পাহারায় ছাড়লেন ভেটাগুড়ি 'তোমাকে ছুঁতে পাওয়াটাই…', এমন কমেন্টে কী উত্তর দিলেন কাঞ্চনের প্রাক্তন পিঙ্কি পুরনো আয়কর কাঠামোয় লোকসান হচ্ছে না তো? নয়া স্ল্যাবে কত টাকা দিতে হবে! রইল হিসাব রাজনৈতিক হিংসার জন্য দায়ী অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তন: শংকর ঘোষ ‘সবুজ ছাড়া গতি নেই’, কদিন আগে জয়কে ‘পজেসিভ’ বলেন লোপামুদ্রা, এখন মুখে ভোট-কথা? স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন সংঘী বলে কটাক্ষ করে লোকজন, JNUকে ব়্যাঙ্কিং-এর শীর্ষে তো আমি নিয়ে গেলাম-উপাচার্য বিটকয়েন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজের, বিতর্ক উসকাতে কী লিখলেন শিল্পার বর? 'খারাপ স্ত্রী মানেই কু-মাতা নন,' শিশুকে বাবার হাতে দিল না আদালত

Latest IPL News

'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.