Bengali News
দুর্গাপুর ধর্ষণের মূল অভিযুক্তকে ধরিয়ে দেন বোন, অপরাধ পুনর্গঠনে ঘটনাস্থলে পুলিশ
1 মিনিটে পড়ুন Updated: 14 Oct 2025, 01:45 PM ISTপুলিশ জানিয়েছে, অভিযুক্ত শফিক শেখের বোন রোজিনা শেখকে সোমবার দুর্গাপুরের আণ্ডাল ব্রিজের নীচে তাকে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। এই বিষয়ে রেজিনা বলেন, 'আমি চেয়েছিলাম ভাই আইনের মুখোমুখি হোক। তার জন্য আমাদের পরিবারের লজ্জার ভাগিদার হওয়া উচিত নয়।'
পশ্চিমবঙ্গ-সহ ভারত ও বিশ্বের প্রতিটি বড় ও গুরুত্বপূর্ণ খবর সঠিক বিশ্লেষণ, বাংলায় ব্রেকিং নিউজ ও টাটকা আপডেটের একমাত্র ঠিকানা হিন্দুস্তান টাইমস বাংলা। ভারত-পাকিস্তান, চিন-আমেরিকাসহ বিশ্বের নানা প্রান্তের নানা ক্ষেত্রের গুরুত্বপূর্ণ খবর একটিমাত্র ওয়েবসাইটে। খবরের পাশাপাশি পড়ুন প্রেম, কেরিয়ার ও স্বাস্থ্যের ভরসাযোগ্য রাশিফল। চাকরি, শিক্ষাসংক্রান্ত ছোট থেকে বড় সব খবর-সহ কেরিয়ার টিপস সবচেয়ে প্রথমে হিন্দুস্তান টাইমস বাংলার পাতায়।