মেদিনীপুর- হাওড়া লোকাল ট্রেন বেলাইন, বিপত্তি খড়্গপুরে

  • ট্রেনটি বেলাইন হওয়ার পরে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। সেই খুঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে রেলযাত্রীদের মধ্য়ে। তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।

দিনের খেলা শেষ হতেই নেটপাড়ায় ছবি পোস্ট, বিতর্কিত আউট নিয়ে বিরক্তি প্রকাশ গিলের

  • টেলিভিশন রিপ্লে দেখে স্পষ্ট মনে হয়েছে যে, গ্রিনের ধরা বল মাটি ছুঁয়েছিল। অথচ তৃতীয় আম্পায়ার জুম করে বল মাটি ছুঁয়েছে কিনা, তা যাচাই করার প্রয়োজনও বোধ করেননি। ফলে বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় শুভমন গিলকে।

El Nino: শক্তিশালী এল নিনো নিয়ে কি সিঁদুরে মেঘ দেখছেন আবহবিদরা? ভারতে বর্ষার চাষাবাদে কতটা প্রভাব পড়তে পারে!

এমনকি তাপমাত্রা বাড়তে বাড়তে এলনিনো তাপমাত্রার নতুন রেকর্ডও তৈরি করতে পারে বলে আশঙ্কা। এদিকে, ভারতে জুন থেকে সেপ্টেম্বর থাকে বর্ষা। সেই সময় মূলত ফসল উৎপাদন হয়। যার ওপর নির্ভর করে দেশের বড় অংশের অর্থনীতি।

সরকারি বাসে কড়া টিকিট চেকিংএর ফল! ১০ শতাংশ টিকিট বিক্রি বাড়ল পরিবহণ নিগমের

  • শহরের বুক দিয়ে নিত্যদিনই ভিড়, ট্রাফিকের মধ্য দিয়ে এগিয়ে যায় বাস। শহরের রুটে বাসে নজরদারির জন্য আগে ২ টি শিফ্ট চালু ছিল। তবে গত মে মাস থেকে তিন টি শিফ্ট চালু হয়। যাতে আরএ ভালো নজরদারি চালানো যায়। নজরদারি শুরু হয় সকাল ৬.৩০ মিনিট থেকে।

IND vs AUS WTC Final: রাহানেকে নিয়ে লড়াই জারি কোহলির, জিততে ২৮০ দরকার ভারতের

  • India vs Australia ICC World Test Championship Final Day 4 Live Score: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের জন্য ভারতের সামনে ৪৪৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় অস্ট্রেলিয়া।

Kolkata Rain Forecast till 13th June: রবিবার কলকাতায় বৃষ্টি হবে? মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন কোন জায়গা ভিজবে?

আগামী সোমবার উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে আপাতত সেই সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও গরম চলবে। সেই পরিস্থিতিতে রবিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে? কলকাতায় কি বর্ষণ হবে? আগামী মঙ্গলবার পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টি হবে, তা দেখে নিন -

PCB-র দাবিই মানা হচ্ছে, Asia Cup-এর চারটি ম্যাচ হচ্ছে পাকিস্তানে,বাকি ৯টি লঙ্কায়

  • সংবাদসংস্থা পিটিআই-এর দাবি অনুযায়ী, ২০২৩ সালে এশিয়া কাপের চারটি ম্যাচ পিসিবি আয়োজন করবে। এবং বাকি ৯টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। সেই ৯টি ম্যাচের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচও রয়েছে।

দিনহাটায় 'গুলিবিদ্ধ' তৃণমূল কর্মী, প্রার্থীপদ নিয়ে 'খেলা' শুরু কোচবিহারে

  • গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর ভাই বাপ্পা হক জানিয়েছেন, ওরা উসকানি দিচ্ছিল। তারপর গুলি চালিয়ে দিল। ২৫২ পার্টে দাঁড়ানোর কথা ছিল দাদার। সেই সময় গুলি চালাল ওরা। কিন্তু কে তাঁকে দাঁড়াতে বলেছিল সেটা এখনও পরিষ্কার নয়।

করমণ্ডল বিপর্যয়ের পেছনে জঙ্গিদের হাত!নাশকতার চেষ্টা? মোদীকে খোলা চিঠি বিশিষ্টদের

  • সব মিলিয়ে ২৭০জন স্বাক্ষর করেছেন চিঠিতে। ১৪জন আদালতের প্রাক্তন বিচারপতি। ১১৫জন প্রাক্তন আমলা আর ১১৪জন প্রাক্তন সেনা আধিকারিক।তবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অবশ্য বালাশোরের ঘটনাকে এখনও অন্তর্ঘাতমূলক বলে উল্লেখ করেননি।

মনোনয়নে অনেক এগিয়ে বিজেপি, সবার শেষে শাসক তৃণমূল, ছাপিয়ে গেল সিপিএম, কংগ্রেসও

  • রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,বিজেপি কিছু জায়গায় ভালোই মনোনয়ন জমা করেছে। সেক্ষেত্রে অন্তত এই দুদিনের পরিসংখ্যান অনুসারে বিরোধীরা মারাত্মক বাধা পেয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে এমন অভিযোগ বাস্তবে টিকছে না।

ভিকির পরানো মঙ্গলসূত্র সযত্নে তুলে রেখেছেন সারা, সামনে এল সত্য়ি…

  • সারা ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির ক্ষেত্রেও 'সৌম্যা'র নীল শাড়ি আর মঙ্গলসূত্র রেখে দিয়েছেন সারা। এমন ঘটনা সারার জন্য নতুন নয়।  অতীতেও নিজের অভিনীত ছবি কিংবা চরিত্রের কিছু জিনিস নিজের কাছে আগলে রেখেছেন সারা। এটা তাঁর কাছে স্মৃতির মতো।

রোলাঁ গারোয় রানি ইগাই, মুচোভার হৃদয় ভেঙে তৃতীয় বার শিরোপা জিতে গড়লেন নজির

  • গত বছরেও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন ইগা স্বোয়াতেক। এবার সেই খেতাব তিনি ধরে রাখতে সক্ষম হয়েছেন। সেমিফাইনালে চমক জাগানো খেলা খেলেছিলেন ক্যারোলিনা মুচোভা। তাঁর সেই ফর্ম তিনি ফাইনালে ধরে রেখে, শেষ পর্যন্ত লড়াইটা চালালেন। কিন্তু শেষ রক্ষা হল না।

দেবচন্দ্রিমার সঙ্গে বিচ্ছেদ! সোশ্যাল মিডিয়ায় 'আনফলো' করা নিয়ে মুখ খুললেন রিজওয়ান

  • রিজওয়ান জানিয়েছেন, তিনি নাকি এবিষয়ে কিছুই জানেন না। সোশ্যাল মিডিয়ায় তিনি এক্কেবারেই বাকিদের মতো সক্রিয় নন। বাকিদের মতো তিনি রিল ভিডিয়ো পোস্ট করতেও পারেন না, আর তাই আনফলো বিষয়টিও ঠিক বোঝেন না। সঙ্গে এটাও বলেন, ‘দেবচন্দ্রিমা সোশ্যাল মিডিয়ার বিষয়টা হয়ত কেউ দেখেন, দেবচন্দ্রিমাই এটা বলতে পারবেন।’

দেশভক্ত সন্তান চান? শিশু যখন মায়ের পেটে, এই কাজগুলো করুন, গর্ভ সংস্কারে RSS

  • আসলে মায়ের পেটে যখন ভ্রুণ থাকবে তখন থেকেই শুরু হবে এই প্রক্রিয়া। সাত্ত্বিক খাবার, ভালো পরিবেশ যাতে মা পান সেটাও দেখা হবে।

মিষ্টি দেখেই যে সিড নাক সিঁটকাতো শেষে কোন মন্ত্রবলে বদলালো তার পছন্দ? ফিরে দেখুন 'মিঠাই'য়ের পথচলা

  • থামল মিঠাইয়ের পথ চলা। আড়াই বছরের সফরে যতিচিহ্ন পড়ল। শেষবেলায় মন ভারাক্রান্ত হয়ে ওঠে সৌমিতৃষা থেকে আদৃত সহ সকলেরই। সোশ্যাল মিডিয়ায় ভরে যায় মিঠাইয়ের শেষ দিনের ছবি, ভিডিয়োতে।

শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ৫০০০ রান, ব্র্যাডম্যান ও সচিনের রেকর্ডে থাবা বিরাটের

  • India vs Australia ICC World Test Championship Final: ২০০০ থেকে ৫০০০, একই দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একজোড়া মাইলস্টোন বিরাট কোহলির।

মনোনয়ন পর্বের প্রথম থেকেই রক্ত ঝরছে বাংলায়, বিশেষ বার্তা দিলেন অভিষেক

  • বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, মনোনয়নপত্র জমা দিতে না পারলে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জানাব কেন?

পঞ্চায়েত নির্বাচনে অশান্তি বরদাস্ত নয়, বার্তা রাজ্যপালের, রাজীব সিনহার সঙ্গে কথা

  • শনিবারই তিনি রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে নির্বাচন কমিশনারকে ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে সমস্ত ব্যবস্থা নিতে বলেন।

Monsoon onset in WB: ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকছে বাংলায়, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে? কমবে গরম?

পশ্চিমবঙ্গে বর্ষা প্রায় চলে এল। তার জেরে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী পাঁচদিনে কোন জেলায় কত পরিমণে বৃষ্টি হবে, তা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আপনার জেলায় কত বৃষ্টি হবে, তা দেখে নিন - 

দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেত্রী স্নেহাল রাই

  • স্নেহাল রাই বলেন, ‘কীভাবে কী ঘটল, তা এখনও যেন ঠিক বুঝে উঠতে পারছি না। চালকের উপস্থিত বুদ্ধি, আর সাহসের কারণেই এ যাত্রায় বেঁচে গিয়েছি।’ অভিনেত্রী জানান, ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে বরঘট থানার পুলিশ পৌঁছে যায়। ঘটনার পর ট্রাক চালক নাকি তাঁদের থেকেই পাল্টা ক্ষতিপূরণ দাবি করছিলেন।

দেড় মাস পরে খুলছে স্কুল, মিড ডে মিল নিয়ে বড় নির্দেশ শিক্ষা দফতরের

  • সরকারের এই নির্দেশে খুশি স্কুল শিক্ষক ও অভিভাবকদের অনেকেই। কারণ বিশেষত গ্রামীণ এলাকায় স্কুল থেকে দেওয়া মিড ডে মিল পড়ুয়াদের অন্যতম ভরসা। শহরের বিভিন্ন এলাকাতেও মিড ডে মিলের প্রতি নির্ভরতা থাকে বহু ছাত্রছাত্রীর।

Vande Bharat Express: আরও ১টি বন্দে ভারত পেল দক্ষিণ-পূর্ব রেল, কোন রুটে ছুটবে? কবে চালু হবে? ভাড়া কত?

দক্ষিণ-পূর্ব রেলের জোনে ইতিমধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলে। গত মাসেই চালু হয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এবার আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে দক্ষিণ-পূর্ব রেলের জোনে। কোন রুটে সেই ট্রেন চলবে, কবে চালু হবে, ভাড়া কত হবে, তা দেখে নিন -

বৃষ্টিতে খেলা এক ঘণ্টা নষ্ট হলে,তবেই যাবে রিজার্ভ ডে-তে,নতুবা নয়- স্পষ্ট করল ICC

  • ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে আছে। কিন্তু উপলব্ধ তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে খেলায় এক ঘণ্টার বেশি সময় নষ্ট হলে, তবেই এটি কার্যকর করা হবে। তবে এখনও পর্যন্ত আবহাওয়ার কারণে খেলার এক মিনিটও সময় নষ্ট হয়নি।

আম্পায়ারের 'ভুল' সিদ্ধান্তে আউট গিল, চিটার-চিটার চিৎকারে তীব্র প্রতিবাদ দর্শকদের

  • India vs Australia ICC World Test Championship Final: থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। খুশি নন বিশেষজ্ঞরাও।

মহিলা ভক্তকে খুনের অভিযোগ পুরোহিতের বিরুদ্ধে! নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক

  • অভিযোগ, ওই পুরোহিত অপ্সরাকে খুন করে তাঁর দেহ ম্যানহোলের মধ্যে ফেলে দেন। পুলিশি তদন্তে উঠে এসেছে দুইজনের মধ্যে ঘনিষ্ঠতার সম্পর্ক। এদিকে, পুরোহিত আয়াগারি বেঙ্কট বিবাহিত। আর অপ্সরার সঙ্গে নিজের সম্পর্ক লোকাতেই তিনি খুন করেন অপ্সরাকে বলে জানা যাচ্ছে পুলিশি তদন্ত। 

‘যদি তিক্ততা থাকে, খুশি মনে আলাদা হয়ে যাব’ হরিয়ানায় BJP-JJP জোট নিয়ে ডেপুটি CM

  • রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হরিয়ানার পর্যবেক্ষক বিপ্লব কুমার দেব সম্প্রতি দাবি করেছিলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দর সিংয়ের স্ত্রী প্রেমলতা উচানা আসন থেকে আগামী বছর ভোটে জিতবেন। এদিকে ওই আসনটাই বর্তমানে হরিয়ানার উপমুখ্যমন্ত্রীর।

ফোন মোছা নিয়ে সদুত্তর মেলেনি, এ বার ‘কাকু’-রাহুলকে মুখোমুখি বসাতে পারে ইডি

  • সূত্রের খবর, ইডি তাঁকে ফোনের তথ্য মুছে ফেলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। কার নির্দেশে, কোন তথ্য রাহুল ফোন থেকে মুছে ছিলেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা।

বিমান দুর্ঘটনার ৪০ দিন পরে জঙ্গল থেকে উদ্ধার ৪ শিশু! কী করে বেঁচে রইল তারা

  • Viral News: বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছে ৪ শিশু। তাদের পাওয়া গেল গভীর জঙ্গলে। কীভাবে এত দিন বেঁচে রইল তারা?

রাহুলের ‘লাদেনের মতো দাড়ি’ মন্তব্যে বিজেপি নেতাকে পাল্টা তোপ আরজেডির মনোজ ঝার

  • ওই বক্তব্যে সম্রাট চৌধুরী, রাহুল গান্ধীকে ‘বাচ্চা ছেলে’ বলেও উল্লেখ করেন। তিনি সুর চড়িয়ে বলেন, ৫০ বছর বয়সী রাহুলের কোনও রাজনৈতিক বুদ্ধিমত্তা নেই বলে তিনি দাবি করেন।

মনোনয়ন পর্বেই মুর্শিদাবাদে তৃণমূল নেতার পকেটে পিস্তল,ভোটে কী হবে?প্রশ্ন বিজেপির

  • তৃণমূলের শীর্ষনেতা বলছেন কেউ অশান্তি পাকাবেন না। কিন্তু মনোনয়ন পর্ব শুরু হতেই ফিরল সেই পুরানো ছবি

ক্যাটরিনার কাছে বিশেষ কারণে খুব আতঙ্কে থাকেন ভিকি, ফাঁস হল গোপন কথা

  • ভিকি কৌশলের কথায়, ‘যদি কোনও ছবির গানের শুটিং থাকে, তাহলে ও রিহার্সাল দেখতে চায়। কারণ ও নাচে খুব ভালো। পরে যখন আমি ওকে রিহার্সালের ভিডিও দেখাই, খুব ভয়ে থাকি। কারণ ও সেখান থেকে প্রায় ৩৬,০০০ ভুল খুঁজে বের করে। ও হয়ত বলে আমার হাত, আমার পা, কোনও স্টেপ হয়ত ঠিক নেই। আমার ওইগুলি সংশোধন করা উচিত।’

বুকে ‘একলা চলো রে’ লেখা ট্যাটু, ‘বিবাহবার্ষিকী’ পালন নিজেকে ‘বিয়ে’ করা তরুণীর

  • নিজেই নিজেকে 'বিয়ে' করেছেন গুজরাটের তরুণী শামা বিন্দু। নিজের প্রথম 'বিবাহবার্ষিকী' পালন করেন। নিজের প্রথম ‘বিবাহবার্ষিকী’-তে একটি ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। যে ভিডিয়োয় একা-একা তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গিয়েছে।

Fastest Train in British era: ব্রিটিশ আমলে ভারতের দ্রুততম ট্রেনের নাম জানেন? ২,৪৯৬ কিমি যেত মাত্র ৪৭ ঘণ্টায়!

অধিকাংশ ভারতীয়ের রন্ধ্রে-রন্ধ্রে ট্রেন আছে। যে ট্রেন ব্রিটিশ আমল থেকে ভারতে চলে আসছে। কিন্তু ব্রিটিশ আমলে ভারতের কোন ট্রেন সবথেকে দ্রুত ছুটত? সেটা জানেন কি? সেই উত্তর দিল হিন্দুস্তান টাইমস বাংলা। শুধু তাই নয়, সেই ট্রেন এখনও চলে।

‘শক্ত করে ধরে, চোখের জল মুছে দেয়’, প্রেমিককে নিয়ে বহু কথা বললেন ইলিয়ানা

  • নিজের এনগেজমেন্ট রিংয়ের ছবি শেয়ার করে ইলিয়ানা বুঝিয়ে দিয়েছিলেন এই জার্নিতে তিনি একা নন। এবার নিজের প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ঝাপসা ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। আলো আঁধারিতে তোলা ওই ছবিতে ইলিয়ানার প্রেমিকের মুখ অস্পষ্ট। দীর্ঘ নোটে মনের কথা উজাড় করেছেন তিনি।

‘আচ্ছে দিনের ভাঁওতা’ব্রিটেনের বরিস জনসনের কথা তুলে ‘অন্য় পিএম’কে খোঁচা কংগ্রেসের

  • বরিস জনসন সম্পর্কে তদন্ত করেছিল সংসদীয় কমিটি। তাতে দেখা গিয়েছে যে তিনি হাউস অফ কমন্সকে বিপথে চালিত করেছেন।

ওড়িশা নয়, কলকাতায় পাবে সেরা রসগোল্লা! পড়শি রাজ্যের ঘর ভাঙিয়ে খোঁচা লাল-হলুদের

  • নতুন মরশুমের প্রথম কোনও ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল। ওড়িশা এফসির হয়ে দুর্দান্ত খেলা নন্ধাকুমার সেকরকে দলে নিল তারা।

৩০,০০০ কোটিতে ১২০টি বন্দে ভারত, রাশিয়া ও ভারতের কোম্পানির মধ্যে মন কষাকষি চরমে

  • সূত্রের খবর, কথাবার্তা যেদিকে এগিয়েছে তাতে রাশিয়ার কোম্পানির অংশীদারিত্ব থাকবে ৮০ শতাংশ ও ভারতের কোম্পানির ২০ শতাংশ। কিন্তু ভারতের রেল বিকাশ নিগম লিমিটেড চাইছে ৬৯ শতাংশ কাজের শেয়ার।

মনোয়নপত্র জমা দিতে গিয়ে বহু জায়গায় বিরোধীদের বাধা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

  • শনিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে বাম-তৃণমূল সংঘর্ষে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। ঘটনাস্থলে  ডোমকল থানার পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন সকাল থেকেই বিডিও অফিস চত্বরে জমায়েত করে তৃণমূল কর্মী সমর্থকরা।

পঞ্চায়েতে সিভিকদের পুলিশের পোশাক পরিয়ে নামানো হবে! দাবি শুভেন্দুর

  • তাদের যাতে চিহ্নিত করা না যায় সে জন্য সিভিক ভলান্টিয়ারদের জেলার মধ্যে আদান-প্রদান করা হবে। শনিবার এমনই সব অভিযোগ করে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Open in App