বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023

আইপিএল-2023

IPL 2023 Latest News
IPL 2023 Latest Photos
11
মাহি চাইলে ভারতের হয়ে খেলতে পারতেন- মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্গে ওয়াসিম আক্রম

  • এমএস ধোনির প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম। মাহিকে একজন দুর্দান্ত অধিনায়ক এবং ক্রিকেটার হিসাবে বর্ণনা করেছেন তিনি। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়কের প্রশংসা করে, সুইং অফ সুলতান নামে পরিচিত আক্রম বলেছেন যে ধোনির যে কোনও দলের জন্য ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে।

শেষ IPL খেলে ফেললেন কার্তিক? পৃথ্বীকে রিটেন করবে DC? ২০২৪-এ ঘাড় ধাক্কা খেতে পারেন কারা?

এই বছর সিনিয়র কিছু প্লেয়ার এতটা খারাপ খেলেছেন যে, তাঁদের আইপিএল ক্যারিয়ার শেষ হতে বসেছে। হয়তো তাঁদের টিম আর পরের বছর তাঁদের রিটেন করবে না। এমন কী কেউ কেউ হয়তো অন্য কোনও দলেও সুযোগ পাবেন না। তাঁদের আইপিএল ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। কারা রয়েছে এই তালিকায় দেখে নিন:

11
জাদেজা-ধোনির ‘সম্পর্কে ভাঙন’ নিয়ে বিতর্কের ঝড়, রটনাকারীদের একহাত নিলেন আক্রম

  • এই ঘটনার পরপরেই ধোনি, জাদেজার সম্পর্কের ভাঙন নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে সব খাপ পঞ্চায়েত বসেছিল তারা প্রায় সকলেই বাকরুদ্ধ। আর প্রাক্তন পাক অলরাউন্ডার ওয়াসিম আক্রম তো এবার সরাসরি রটনাকারীদের স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে এইসব বাজে রটনা থেকে যাতে দূরে থাকা হয়।

11
খালি গা, পরনে ধুতি, পাঠশালার কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেটে মাতলেন KKR তারকা- ভিডিয়ো

  • IPL 2023 শেষ হওয়ার পরে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সাময়িক বিশ্রামে রয়েছেন নাইট তারকা। যদিও ব্যাট-বল থেকে দূরে থাকা সম্ভব হল না কোনওভাবেই।

11
ফেসবুকে জনপ্রিয়তায় ম্যান সিটিকে ছাপিয়ে দুইয়ে উঠল CSK,অল্পের জন্য রক্ষা পেল রিয়াল

  • শুধু পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়াই নয়, বরং সোশ্যাল মিডিয়াতেও দাপট দেখাচ্ছেন ধোনিরা। ফেসবুকে মে মাসের সেরা ৩টি জনপ্রিয় স্পোর্টস টিমের তালিকায় জায়গা করে নিল চেন্নাই সুপার কিংস।

11
গিলের উপর নজর রাখে ওর বাবা, যাতে ফোকাস না নষ্ট হয়- জাফর

  • শুভমন গিলকে তাঁর বাবা যে ভাবে ক্রমাগত গাইড করেছেন সে জন্য প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর বেশ খুশি। আধুনিক যুগে খ্যাতির সঙ্গে আসা ‘বিক্ষেপ’ থেকে দূরে রাখার জন্য গিলের বাবাকে কৃতিত্ব দিয়েছেন জাফর। সচিন তেন্ডুলকরের বড় ভাই অজিতের সঙ্গে গিলের বাবার তুলনা করেছেন ওয়াসিম জাফর।

11
হাঁটুর সফল অস্ত্রোপচারের পরে ভক্তদের সামনে এলেন ধোনি, ভাইরাল হচ্ছে মাহির ছবি

  • সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ছবিতে মাহিকে হাসতে দেখা গিয়েছে। সাংভিকে ভারত এবং সিএসকে খেলোয়াড়দের সঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে এবং সম্প্রতি তাজ ল্যান্ডস এন্ড হোটেল থেকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি।

11
IPL 2023: গম্ভীর-নবীনের দৌলতে ফুটেজ পেল লখনউ, কিন্তু মুখ থুবড়ে পড়ল শেষে

  • পরপর দুই মরশুমেই লখনউ সুপার জায়ান্টস শিরোপা থেকে বেশ কিছুটা দূরে আটকে গিয়েছে। এই বছর লখনউ কোয়ালিফায়ার ওয়ান থেকে ছিটকে যায়।

11
এরপর হয়তো প্লেয়াররা দেশের জন্য খেলতে চাইবে না- কামিন্স

  • IPL এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটের একচেটিয়া ক্ষমতার অবসান ঘটছে। অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন যে ভবিষ্যতে খেলোয়াড়দেরকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বদলে জাতীয় দলে খেলানোর জন্য বোঝাতে হবে এবং সেই কাজট বেশ কঠিন ও চ্যালেঞ্জের হতে চলেছে।

11
2023 IPl-এ MI-এর পারফরম্যান্স কলকাতার গরমের মতো,রোদের তাপে পুড়তে হয়েছে নিজেদেরও

  • নিজেদের ১৪টি লিগ ম্যাচের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স ৮টিতে জিতেছে। ৬টি ম্যাচে হেরেছে। ১৬ পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স চার নম্বরে শেষ করে প্লে-অফে জায়গা করে নেয়। এর পর কোয়ালিফায়ার ওয়ানে লখনউকে হারিয়ে পৌঁছয় কোয়ালিফায়ার-টু-তে। তবে কোয়ালিফায়ার-টু-তে গুজরাট টাইটান্সের কাছে তারা বাজে ভাবে হেরে যায়।

11
WTC Final: কোহলি আতঙ্কের মাঝেই রোহিতের প্রশংসায় অজি তারকা ক্যামরন গ্রিন

  • আইপিএল ২০২৩-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা শেষ করে এবার দেশের দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামরন গ্রিন। আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করেছেন ক্যামরন গ্রিন।

কোটি টাকা পেয়েও ঘাম না ঝড়িয়েই মরশুম শেষ করলেন বেশ কিছু ক্রিকেটার, তালিকায় কারা?

আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিলাম থেকে কোটি কোটি টাকা খরচ করে ক্রিকেটার তুলে নেয়। কিন্তু অনেক ক্রিকেটারকেই আবার গোটা মরশুম জুড়ে বসে থাকতে হয়। এই মরশুমে কোন কোন ক্রিকেটার একটি ম্যাচ খেলারও সুযোগ পাননি, তা দেখে নেওয়া যাক।

11
বিয়ের কার্ডে ধোনির ছবি! মাহি ভক্তের এমন কাজ দেখলে আপনিও অবাক হবেন

  • দীপক তাঁর নিজের বিয়ের আমন্ত্রণ কার্ডের সামনে এবং পিছনে মহেন্দ্র সিং ধোনির ছবি ছাপিয়ে ধোনির প্রতি তাঁর আবেগের প্রমাণ দিয়েছেন। বিয়ের আমন্ত্রণপত্রে, দীপক এবং গরিমার শুভ বিবাহ সম্পর্কে সম্পূর্ণ তথ্য ছাড়াও, ধোনির জার্সি নম্বর সাত এবং মাহির এমবসড ছবি ছাপা হয়েছে, পাশাপাশি থালা লেখা রয়েছে।

Read more
Open in App