বাংলা নিউজ > ভাগ্যলিপি > জানুন ধনতেরাসে সোনা কেনার শুভক্ষণ, তবে ভুলেও কিনবেন না এগুলি
ধনতেরাসে ধন্বন্তরী, লক্ষ্মী ও কুবেরের পুজো হয়। এ দিন নতুন জিনিস কেনার প্রথা রয়েছে। মনে করা হয়, এ দিন যে বস্তু কেনা হয়, তা ১৩ গুণ বৃদ্ধি পায়। আবার ধনতেরাসে শুভ মুহূর্ত মেনে কেনাকাটা করলে শুভ ফলও পাওয়া যায়। ধনতেরাসের কেনাকাটার সময় কী কিনবেন, আবার কোন বস্তু ভুলেও কিনবেন না, তা জেনে নিন এখানে।
- পেতলকে ধন্বন্তরীর ধাতু মনে করা হয়। তাই এদিন পেতলের বাসন কেনা শুভ। এ ছাড়া, ধনতেরাসে সোনা, রুপা, তামা ইত্যাদিও কেনা যায়। তবে ধাতুর জিনিস কেনার সময় তার শুদ্ধতা যাচাই করতে ভুলবেন না। ধনতেরাসের দিনে এই সমস্ত সামগ্রী বাড়িতে আনলে লক্ষ্মী ও ধন্বন্তরীর আশীর্বাদে আরোগ্য ও সমৃদ্ধি লাভ সম্ভব।
- ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক মনে কর হয়। মনে করা হয়, ধনতেরাসের দিনে ঝাঁটা কিনে আনলে বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। আবার ঝাঁটা আনলে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়।
- ধনতেরাসের দিনে লোহা ভুলেও কিনতে নেই। এমনকি অ্যালুমিনিয়ামের জিনিসও কিনতে নেই। এর ফলে ক্ষতি সম্ভব।
- কাঁচ রাহু গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। ধনতেরাসের দিনে কাঁচের কোনও বস্তু কেনা উচিত নয়। না-হলে ক্ষতি স্বীকার করতে হতে পারে।
উল্লেখ্য, ১২ নভেম্বর রাত সাড়ে নটা থেকে ১৩ নভেম্বর সন্ধে ৫টা ৫৯ মিনিট পর্যন্ত ধনতেরাস থাকবে। এর মধ্যে শুভক্ষণ মেনে কেনাকাটার গুরুত্বও অপরিসীম।
ধনতেরাসে কেনাকাটার শুভক্ষণ:
১২ নভেম্বর- রাত সাড়ে ১১ টা থেকে ১টা ০৭ মিনিট পর্যন্ত।
১৩ নভেম্বর-
- সকাল ৫টা ৫৯ মিনিট থেকে ১০টা ০৬ মিনিট।
- আবার বেলা ১১টা ০৮ মিনিট থেকে ১২টা ৫১ মিনিট, ও
- দুপুর ৩টে ৩৮ মিনিট থেকে সন্ধে ৫টা পর্যন্ত সমস্ত ধরণের কেনাকাটা, লগ্নি ইত্যাদি শুভ।
ধনতেরাসে সোনা কেনার শুভক্ষণ:
- সকাল ৬টা ৪২ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত,
- দুপুর ১২টা ০৫ মিনিট থেকে ১টা ২৬ মিনিট পর্যন্ত, ও
- দুপুর ৪টা ০৮ মিনিট থেকে ৫টা ২৮ মিনিট পর্যন্ত সোনা কেনা যেতে পারে।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর