মার্চ মাসে রাশি পরিবর্তন করবে তিনটি গ্রহ। তাই এই মাস বিশেষ গুরুত্বপূর্ণ। এই মাসে বিভিন্ন রাশির জন্য সুখবর অপেক্ষা করে রয়েছে। আবার কয়েকটি রাশির মাস কাটবে ওঠা-পড়ার মধ্য দিয়ে।
মেষ- মার্চ মাসে মেষ রাশির জাতকরা একাধিক পরিবর্তন দেখতে পাবেন। চাকরিতে পরিবর্তন বা বদলি হতে পারে। চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকলে এই মাস অনুকূল। অফিসে কর্মচারীদের সহযোগিতা লাভ করবেন।
বৃষ- নতুন ব্যবসা শুরু করতে চাইলে, এই মাস উত্তম। চাকরিতে পদোন্নতি হতে পারে। কোনও জাতক চাকরির খোঁজে থাকলে সুখবর পেতে পারেন।
মিথুন- কর্মক্ষেত্রে পরিশ্রমের পূর্ণ ফল লাভ করবেন। চাকরির ভালো প্রস্তাব পাবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনও পুরনো ব্যবসা থেকে লাভ হতে পারে।
কর্কট- এই রাশির জাতকদের পরিবর্তনের মুখে পড়তে হবে। কাজ সংক্রান্ত একাধিক যাত্রা করতে হতে পারে। চেষ্টার ফলে সাফল্য লাভ করবেন।
সিংহ- কেরিয়ারের দিক দিয়ে এই মাস অত্যন্ত শুভ। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে।
কন্যা- এই রাশির জাতকদের জন্য মার্চ মাস অত্যন্ত শুভ। ভাগ্যের সঙ্গ পাবেন। ছাত্রদের জন্য সময় অত্যন্ত ভালো। এই মাসে উৎকৃষ্ট পরিণাম পেতে পারেন।
তুলা- কেরিয়ারের উপর বিশেষ নজর দিন। মার্চ মাসে নতুন ব্যবসা শুরু করা থেকে বিরত থাকুন। কিছু জাতকদের চাকরিতে বদলি হতে পারে।
বৃশ্চিক- চাকরির খোঁজে থাকলে সুসংবাদ পেতে পারেন। সরকারি চাকরির খোঁজে থাকলেও সময় শুভ। অংশীদারী ব্যবসার জন্য সময় ভালো।
ধনু- এই রাশির জাতকরা কেরিয়ারে সাফল্য লাভ করবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চেষ্টা সফল হবে। পারিবারিক জীবন আনন্দে কাটবে।
মকর- ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল। ব্যবসা সংক্রান্ত যাত্রা করতে হতে পারে। এই মাসে আপনার জীবনে পরিবর্তন আসবে।
কুম্ভ- মার্চ মাস আপনার জন্য শুভ। চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে। গাফিলতির ফলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারেন।
মীন- কেরিয়ারের দিক দিয়ে এই মাস ঠিকঠাকই থাকবে। প্রচেষ্টা অনুযায়ী সাফল্য লাভ করবেন। চাকরি পরিবর্তন করতে চাইলে সময় অনুকূল। বাদ-বিবাদ এড়িয়ে যান।