বাংলা নিউজ > ভাগ্যলিপি > শনির আশীর্বাদে আগামী ৯৩ দিন সুখে কাটবে এই ৪ রাশির জীবন

শনির নামমাত্রে ভীত-সন্ত্রস্ত হন না, এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। তবে শনি শুধু অশুভ ফলাফলই দেন না, বরং শুভ ফলও দিয়ে থাকেন। শনি জাতকের কর্ম বিচার করে সেই অনুযায়ী ফলাফল প্রদান করে থাকেন। বর্তমানে মকর রাশিতে বক্রি রয়েছেন শনি। ১১ অক্টোবর পর্যন্ত বক্রি দশায় থাকবেন কর্মফলদাতা। ৯৩ দিন এই উল্টো গতির সময় কয়েকটি রাশিকে শুভ ফলাফল প্রদান করবেন শনি। এই রাশির জন্য ১১ অক্টোবর পর্যন্ত সময় কোনও আশীর্বাদের চোয়ে কোনও অংশে কম নয়। 

বৃষ

  • ১১ অক্টোবর পর্যন্ত সময় শুভ এই রাশির জাতকদের।
  • কর্মক্ষেত্রে মান-সম্মান ও পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।
  • কাজে সাফল্য লাভ করবেন।
  • সকলে আপনার কাজের প্রশংসা করবেন।
  • ব্যবসার জন্য সময় ভালো।
  • চাকরিতে উন্নতি সম্ভব।

সিংহ

  • কাজে সাফল্য লাভ করবেন।
  • ব্যবসা ও চাকরির জন্য সময় শুভ।
  • আপনার কাজ প্রশংসা লাভ করবে।
  • আর্থিক লাভ হবে, ফলে পরিস্থিতি মজবুত হবে।

কন্যা

  • ১১ অক্টোবর পর্যন্ত সময় এই রাশির জাতকদের জন্য শুভ।
  • সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। সমাজে মান-সম্মান বাড়বে।
  • পারিবারিক জীবনে সম্পর্ক মধুর হবে।
  • কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন।
  • আপনার কাজ প্রশংসিত হবে।
  • আর্থিক লাভের যোগ সৃষ্টি হচ্ছে।

মীন

  • ৯৩ দিনের সময়সীমা এই রাশির জন্য শুভ।
  • চাকরি ও ব্যবসায় উন্নতি হবে।
  • আর্থিক লাভ হতে পারে।
  • শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িতদের জন্য সময় শুভ।

বন্ধ করুন