আজ জন্মাষ্টমী। আজ প্রায় ৮ বছর পর দুর্লভ জয়ন্তী যোগে পালিত হবে কৃষ্ণের জন্মোৎসব। শুধু ভারতই নয়, বিশ্বের নানান অংশে জন্মাষ্টমী পালিত হয়। মধ্যরাত্রিতে কৃষ্ণের পুজো করে জন্মাষ্টমী পালন করা হবে। কৃষ্ণকে প্রসন্ন করে তাঁর আশীর্বাদ লাভের জন্য জন্মাষ্টমীর দিনে এই বিশেষ উপায়গুলি করে দেখতে পারেন—
১. রাত ১২টা নারের পায়েসে কৃষ্ণের বাল স্বরূপের জন্ম করান। এই পায়েসকে দেবকীর গর্ভের প্রতীক মনে করা হয়।
২. কৃষ্ণের জন্মের পর শঙ্খে দুধ ভরে তাঁর অভিষেক করুন। এর ফলে কৃষ্ণ প্রসন্ন হন। দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল—এই পাঁচটি জিনিস দিয়ে অভিষেক করতে পারেন।
৩. অভিষেকের পর গোপালকে বস্ত্র ও মুকুট পরান এবং সাজানো দোলনায় বসান।
৪. এদিন ধর্মীয় স্থানে গিয়ে ফল ও অন্ন দান করুন।
৫. পুজোয় বাঁসি ও ময়ূরপঙ্খ কৃষ্ণকে অর্পণ করুন।
৬. গোপালকে মাখন ও মিশ্রীর ভোগ দিন। কৃষ্ণের পুজো. তুলসী ব্যবহার করুন।
৭. এক থেকে ৫ বছরের যে কোনও বাচ্চাকে নিজের হাতেক করে মাখন খাওয়ান।
৮. এদিন গোরু-বাছুড়ের প্রতিমা বাড়িতে আনুন এবং তার পুজো করুন।
৯. গোরুকে চারা খাওয়ান। কৃষ্ণ গোয়ালা ছিলেন। তাই যাঁরা গোরুর পুজো করেন, তাঁদের দ্বারা প্রসন্ন হন।
১০. কৃষ্ণকে হলুদ বস্ত্র পরান ও হলুদ চন্দন লাগান। পাশাপাশি হরসিঙ্গার, পারিজাত বা শেফালির ফুল অর্পণ করুন।