এবার স্বরাশি কন্যা থেকে বেরিয়ে তুলায় প্রবেশ করবে গ্রহের যুবরাজ বুধ। বুধের তুলা রাশিতে গোচর পেশাদার, ব্যবসায়ী ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য শুভ প্রমাণিত হবে। জ্যোতিষে বুধকে ঈশ্বরের দূত বলা হয়। তুলায় বুধের গোচরের ফলে জাতক নতুন বিচার জন্ম নেবে, বাক পটুতা ও লেখন কৌশলও বৃদ্ধি পাবে। এর ফলে কিছু নতুন পরিবর্তনও দেখা যাবে।
২২ সেপ্টেম্বর সকাল ৭টা ৫২ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে বুধ। ২ অক্টোবর দুপুর ৩টে ২৩ মিনিট পর্যন্ত এই রাশিতেই থাকবে গ্রহের যুবরাজ। বুধের গোচর কোন কোন রাশির জন্য অত্যন্ত শুভ জেনে নিন।
মেষ- বুধোর গোচরের ফলে মেষ রাশির জাতকরা সৌভাগ্য লাভ করবে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। সন্তানের কারণে আনন্দিত হবেন। যে দম্পতি সন্তান লাভের কামনা করছেন, তাঁরা এ সময় সুখবর পাবেন।
বৃষ- পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বৃষ রাশির জাতকদের জন্য সময় খুব ভালো। কেউ কেউ আবার নতুন চাকরিও লাভ করতে পারেন। তবে বুধের গোচরের ফলে ব্যয় বৃদ্ধি হবে।
মিথুন- এ সময় সুব্যবস্থিত পদ্ধতিতে নিজের বিচারধারা অভিব্যক্ত করতে পারবেন। অধিক স্পষ্টতা জন্য নিজের বিচারধারা নোট করে রাখতে পারেন। এ সময় আপনার শক্তি ও উৎসাহ বৃদ্ধি পাবে।
কর্কট- এ সময় এই রাশির জাতকদের বাক পটুতা বৃদ্ধি পাবে। অভিব্যক্তি ও ভাষণের ক্ষমতা বৃদ্ধি পাবে। বুধের গোচরের সময় শান্ত ও সংযমী হয়ে পারিবারিক বিষয় মনযোগ দিন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করুন।
সিংহ- এ সময় বাকপটুতা বৃদ্ধি পাবে। আর্থিক লাভ হবে। কবে লগ্নির পূর্বে সতর্কতা অবলম্বন করুন।
কন্যা- সময় অনুকূল। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। পরিবারের সদস্যদের দেখাশোনা করতে পারবেন। পরিবারের সদস্যদের প্রয়োজনে অর্থ ব্যয় সংকোচ করবেন না।
তুলা- এই রাশিতেই বুধের গোচর হতে চলেছে। এ সময় তুলার জাতকদের আর্থিক লাভ হবে। নিজের প্রচেষ্টায় কর্মক্ষেত্রে জয়লাভের তীব্র ইচ্ছা জাগ্রত হবে। তবে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখবেন।
বৃশ্চিক- এই সময়কালে অত্যন্ত সাবধানে কথা বলুন। এ সময় বুধ আপনাকে অধিক উচ্চাকাঙ্খী করে তুলবে, যা আপনার জন্য একদমই ভালো নয়।
ধনু- এই গোচরের সময় নতুন অংশীদারী করতে পারেন। ব্যবসা বৃদ্ধি সম্ভব। এ সময় যে কোনও কাজ পূর্ণ করতে সফল হবেন।
মকর- কেরিয়ারের জন্য সময় অনুকূল। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। কোনও শিল্প বা সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকলে উন্নতি পেতে পারেন।
কুম্ভ- এ সময় দূরের যাত্রা করতে হবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক, পাবলিসিং, উচ্চ শিক্ষায় মনযোগ দিন। আবেগপ্রবণ দায়িত্ব থেকে এ সময় মুক্তি পেতে পারেন।
মীন- ব্যবসায়ী ও চাকরিজীবীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। জীবনে ওঠা-নামা দেখা দেবে। পেশাভিত্তিক জীবনে বাধা আসতে পারে।