Solar and Lunar Eclipse 2023 Date and time: ২০২৩ সালে মোট ৪ টি গ্রহণ রয়েছে। তারমধ্য়ে ২ টি চন্দ্রগ্রহণ ও ২ টি সূর্যগ্রহণ রয়েছে। দেখে নেওয়া যাক, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের তারিখ কী কী।
1/6২০২৩ সালের সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের তারিখ কবে পড়েছে, বা কোন সময় থেকে তা শুরু হবে, সুতককাল, এই সমস্ত কিছু নিয়েই জ্যোতিষমতে রয়েছে বহু চর্চা। শুধু জ্যোতিষমতই নয়, বিজ্ঞানমতেও এই চন্দ্র ও সূর্যগ্রহণ ঘিরে একাধিক কৌতূহল রয়েছে। দেখে নেওয়া যাক ২০২৩ সালে কবে পড়েছে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। REUTERS/Leonardo Fernandez Viloria/File Photo (Samir Kar)
2/6২০২৩ সালের গ্রহণ- ২০২৩ সালে মোট ৪ টি গ্রহণ রয়েছে। তারমধ্য়ে ২ টি চন্দ্রগ্রহণ ও ২ টি সূর্যগ্রহণ রয়েছে। দেখে নেওয়া যাক, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের তারিখ কী কী। (Samir Kar)
3/6প্রথম সূর্যগ্রহণের তারিখ- ২০ এপ্রিল বছরের প্রথম গ্রহণ দেখা যাবে। জ্যোতিষ মত বলছে, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৭.০৪ মিনিট, আর তা চলবে ১২.২৯ মিনিট পর্যন্ত। যদিও জ্যোতিষগণনা বলছে, সূর্যকে সেদিন দেখা যাবে না। আর তার সুতককাল থাকবে না। (ANI Photo) (Samir Kar)
4/6দ্বিতীয় গ্রহণ- ২০২৩ সালের দ্বিতীয় গ্রহণ সম্পন্ন হবে ৫ মে। সূর্যগ্রহণের ১৫ দিন পর হবে এই গ্রহণ। আর তা হবে চন্দ্রগ্রহণ। সেই দিন রাত ৮.৪৫ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। আর তা চলবে রাত ১ টা পর্যন্ত। সুতককাল থাকবে। গ্রহণের ৯ ঘণ্টা আগে থেকে। REUTERS/Aly Song/File Photo (Samir Kar)
5/6তৃতীয় গ্রহণ- ২০২৩ সালের তৃতীয় গ্রহণটি সম্পন্ন হবে ১৪ অক্টোবর। শনিবারের এই গ্রহণটি সূর্যগ্রহণ। এটি ভারত থেকে দেখা যাবে না বলে মত হিন্দু ক্যালেন্ডারের। এই গ্রহণ উত্তর দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা, আটলান্টিক, আর্কটিকে দেখা যাবে। REUTERS/Niharika Kulkarni/File Photo (Samir Kar)
6/6বছরের শেষ গ্রহণ- ২০২৩ সালের শেষ গ্রহণটি দেখা যাবে ২৯ অক্টোবর, রবিবার। জ্যোতিষগণনা অনুযায়ী পূর্ণিমা রাতে এই গ্রহণ হবে। গ্রহণের সময় রাত ১.০৬ মিনিট থেকে ২.২২ মিনিট পর্যন্ত হবে। এই গ্রহণ দেখা যাবে ভারত থেকে। এই গ্রহণেরও থাকবে সুতককাল। (Samir Kar)