Solar Eclipse Effects on Zodiacs: দীর্ঘ ২৭ বছর পরে ঘটছে এই ঘটনা। কোন কোন রাশির জাতকদের খুব সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে জ্যোতিষ?
1/13দীর্ঘ ২৭ বছর পরে আবার এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে মানুষ। ১৯৯৫ সালে শেষ ঘটেছিল এটি। কালীপুজো এভং দীপাবলির ঠিক পরের দিন সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ এমনিতেই সব রাশির উপর প্রভাব ফেলে। তার মধ্যে এবার দীপাবলি। কোন কোন রাশির জাতককে এই সময়ে খুব সাবধানে থাকতে হবে? দেখে নিন।
2/13মেষ: সূর্যগ্রহণ মেষ রাশির জাতকদের জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এই দিনে মেষ রাশির জাতকদের কথাবার্তায় সংযম রাখা উচিত। তা না হলে তাঁদের সমস্যায় পড়তে হবে। এই দিনটি তাই একটু সাবধানে কাটান।
3/13বৃষ: এই দিনটি বৃষ্ রাশির জাতকদের জন্যও খুব একটা ভালো নয়। তাঁদের রাশিফল বলছে, এই দিনে তাঁদের অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। ফলে সেই অভ্যাস থেকে বিরত থাকুন। খরচ নিয়ন্ত্রণ করন।
4/13মিথুন: এই রাশির জন্য সূর্যগ্রহণ এবং দীপাবলির যোগটি সমস্যা ডেকে আনতে পারে। বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে মারাত্মক চাপ হতে পারে। এই সময়ে পারিবারিক সম্পর্কগুলি ভালো রাখার চেষ্টা করুন।
5/13কর্কট: এই রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণের সময়টি খারাপ নাও হতে পারে। বরং তাঁদের আটকে থাকা কাজ এই সময়ে মিটে যেতে পারে। তবে খেয়াল রাখবেন সূর্যগ্রহণের সময়ে এই রাশির জাতকরা ঘুমোবেন না।
6/13সিংহ: সূর্যগ্রহণ এই রাশির জাতকদের জন্য ভালো এবং মন্দ— দুই ধরনের ঘটনাই ঘটাতে পারে। প্রথমত, তাঁধের পারিবারিক বিবাদের মতো সমস্যা জড়াতে হতে পারে। কিন্তু ভালো ঘটনা ঘটার সুযোগও আছে। এই সময়ে তাঁদের অর্থপ্রাপ্তিও হতে পারে।
7/13কন্যা: এই রাশির জন্যও সূর্যগ্রহণের সময়টি সমস্যার হতে পারে। এই সময়ে কাছের মানুষের সঙ্গে ঝগড়া হতে পারে। তবে এই সময়ে জপ করলে অনেক সমস্যা কমতে পারে।
8/13তুলা: এই রাশির জাতকরাও এই দিনটিতে সাবধানে থাকবেন। মনে রাখবেন, নানা কারণে এদিন আপনার মানসিক চাপ বাড়তে পারে। তাতে অর্থহানীও হতে পারে। খরচ হয়ে যেতে পারে অনেক বেশি মাত্রায়।
9/13বৃশ্চিক: এই রাশির জাতকদের জন্য পেশার জগতে দিনটি সমস্যার হতে পারে। সহকর্মীদের সঙ্গে ঝগড়া হতে পারে। তাই মাথা ঠান্ডা রাখুন। অন্তত সূর্যগ্রহণের সময়টি কোনও বিবাদে জড়াবেন না।
10/13ধনু: এই রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণের সময়টি শুভ হতে পারে। অর্থলাভ হতে পারে এই সময়ে। এই রাশির জাতকদের জন্য সময়টি ভালো হতে পারে।
11/13মকর: এই রাশির জাতকদের দিনটি খুব একটা ভালো কাটবে না। পরিবারে কারও স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। চাকরির ক্ষেত্রেও চাপ বাড়তে পারে। ফলে এই দিনে সাবধানে থাকুন।
12/13কুম্ভ: এই রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণের দিনটি বিশেষ চাপের হবে না। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন। আর মোটের উপর ভালোই কাটবে দিন।
13/13মীন: এই রাশির জাতকদের উপরেও সূর্যগ্রহণের ভালো প্রভাব পড়তে পারে। অর্থলাভ হতে পারে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হতে পারে। তাছাড়া পরীক্ষাতেও ভালো ফল পেতে পারেন। তবে পেটের সমস্যা হতে পারে। সেদিকে খেয়াল রাখুন।