নির্দিষ্ট সময় অন্তর অন্তর ৯টি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। যা ব্যক্তির জীবনকে নানান ভাবে প্রভাবিত করে। তেমনই সেপ্টেম্বর মাসে ৫টি গ্রহ রাশি পরিবর্তন করবে। এঁদের মধ্যে দুটি গ্রহ একই দিনে গোচর করছে। সমস্ত গ্রহের রাশি পরিবর্তনের ফলে ৫টি রাশির জাতকরা অসাধারণ ফলাফল লাভ করবে—
বৃষ- এই রাশির জাতকদের সেপ্টেম্বর মাস খুব ভালো কাটবে। গ্রহগতি আপনার অনুকূলে থাকবে। ভাগ্যের সঙ্গ পাবেন। এ মাসে যে কোনও নতুন কাজের সূচনা করতে পারেন বৃষ রাশির জাতকরা। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। লগ্নির ফলে লাভ হতে পারে।
মিথুন- এই রাশির জাতকদের জন্য আগামী মাস শুভ। এ সময় আনন্দ বৃদ্ধি হবে এবং কেরিয়ারে উন্নতি করবেন। এ সময় উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। এ মাসে অবসাদ কমবে। মানসিক ও শারীরিক দিক দিয়ে প্রসন্ন থাকবেন।
সিংহ- আগামী মাসে এই রাশির জাতকদের জীবনে আনন্দের আগমন ঘটবে। ভেস্তে যাওয়া কাজ সফল হবে। সমস্যা কমবে এবং লাভের যোগ সৃষ্টি হবে। এ মাসে কোনও সুসংবাদও পেতে পারেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। লাভের উৎস বৃদ্ধি পেতে পারে।
কন্যা- কন্যা রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাস আশীর্বাদ স্বরূপ। ভেস্তে যাওয়া কাজ পূর্ণ হবে। এ মাসে কোনও আর্থিক লগ্নি করলে তাতে সাফল্য পাবেন। পড়ুয়াদের জন্যও মাস অত্যন্ত শুভ। ব্যক্তিগত ও পেশাগত জীবনে অসাধারণ পরিণাম লাভ করবেন।
বৃশ্চিক- এই রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাস অত্যন্ত শুভ। এই সময় পরিবারে কোনও মঙ্গল অনুষ্ঠান হতে পারে। এই মাসে বিশেষ লাভও হতে পারে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কাজে বাধা দূর হবে।