বাংলা নিউজ > ভাগ্যলিপি > আপনার কোষ্ঠিতেও সৃষ্টি হতে পারে সূর্যগ্রহণ দোষ! দেখা দিতে পারে নানা সমস্যা

আপনার কোষ্ঠিতেও সৃষ্টি হতে পারে সূর্যগ্রহণ দোষ! দেখা দিতে পারে নানা সমস্যা

রাহু-কেতুর কারণেই কোষ্ঠিতেও সূর্যগ্রহণ দোষের সৃষ্টি হয়।

জ্যোতিষে সূর্যেরও একটি অশুভ যোগ সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। কোষ্ঠিতে এই অশুভ যোগ থাকলে ব্যক্তিকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়।

জ্যোতিষ অনুযায়ী কোনও জাতকের কোষ্ঠিতে দুটি গ্রহ এক সঙ্গে থাকলে শুভ ও অশুভ যোগ নির্মিত হয়। এই যোগ ব্যক্তির জীবনকে প্রভাবিত করে। জ্যোতিষে সূর্যেরও একটি অশুভ যোগ সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। কোষ্ঠিতে এই অশুভ যোগ থাকলে ব্যক্তিকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আপনাদের কী জানা আছে কোষ্ঠিতেও সূর্যগ্রহণ দোষ থাকে! জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির কোষ্ঠিতে সূর্য গ্রহণ দোষের সৃষ্টি হতে পারে। রাহু ও কেতুর কারণে যে ভাবে সূর্য গ্রহণ হয়, তেমনই রাহু-কেতুর কারণেই কোষ্ঠিতেও সূর্যগ্রহণ দোষের সৃষ্টি হয়। তবে এই দোষ নিবারণের উপায়ও আছে। এখানে জানুন কোষ্ঠিতে কী ভাবে সূর্য গ্রহণ দোষ সৃষ্টি হয় এবং এর অশুভ প্রভাব নিবারণের উপায়গুলি কী কী।

কোষ্ঠিতে এ ভাবে সৃষ্টি হয় সূর্যগ্রহণ দোষ

রাহু-কেতুর সঙ্গে সূর্যের বৈরিতার সম্পর্ক। তাই জন্মছকের যে স্থানে রাহু ও সূর্য এক সঙ্গে থাকে সেখানে সূর্যগ্রহণ দোষ সৃষ্টি হয়। জ্যোতিষ অনুযায়ী কোনও জাতকের কোষ্ঠির কোনও কক্ষে সূর্যের সঙ্গে রাহু বিরাজ করলে সূর্য গ্রহণ দোষ লাগে। এ ছাড়া অন্য কোনও কক্ষে বিরাজমান সূর্যের ওপর রাহুর ছায়া পড়লেও জাতকের কোষ্ঠিতে সূর্য গ্রহণ যোগ নির্মিত হয়। জ্যোতিষ অনুযায়ী যে ব্যক্তির কোষ্ঠিতে সূর্য গ্রহণ দোষ থাকে, সেখানে পিতৃদোষও থাকবে। কোনও জাতকের কোষ্ঠিতে শুক্র, বুধ বা রাহু এক সঙ্গে দ্বিতীয়, পঞ্চম, নবম অথবা দ্বাদশ স্থানে থাকলে পিতৃদোষ সৃষ্টি হয়।

কোষ্ঠিতে সূর্যগ্রহণ দোষ সৃষ্টির ফলে যে সমস্যা দেখা দিতে পারে সেগুলি হল—

  • কারও কোষ্ঠিতে সূর্যগ্রহণ যোগ থাকলে বাবার সঙ্গে মতভেদ হতে পারে। পাশাপাশি বাবার স্বাস্থ্যের ওপরও প্রতিকূল প্রভাব পড়ে।
  • সূর্যগ্রহণ যোগের কারণে জাতক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন। হাড়ের রোগও দেখা দিতে পারে।
  • ব্যক্তির মান-সম্মান ও আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। রাগও বেশি থাকে। এর ফলে ব্যক্তিকে একাধিক সময় সরকারি শাস্তিও পেতে হয়।
  • কোনও জাতকের কোষ্ঠিতে সূর্যগ্রহণ যোগ থাকলে, তাঁদের উচ্চ আধিকারিকদের বিরাগভাজন হতে হয়। পাশাপাশি সরকারি কাজে বাধাও আসে।
  • এই যোগের কারণে গৃহ কলহ, কর্মক্ষেত্রে অসাফল্য, পুত্র, পিতা ও মামার সঙ্গে মতভেদ ইত্যাদি সমস্যার মুখোমুখি হতে হয়।

সূর্যগ্রহণ দোষ থেকে মুক্তি লাভের উপায়

  • কারও কোষ্ঠিতে সূর্যগ্রহণ বা পিতৃদোষ থাকলে গম, গুড় ও তামা দান করা উচিত। সেই জাতকদের গুড় খাওয়া উচিত নয়।
  • সূর্যগ্রহণ বা পিতৃদোষ থাকলে কারও কাছ থেকে বিনা পয়সায় কোনও জিনিস নেবেন না। নেত্রহীনদের সাহায্য করা উচিত।
  • এই দোষগুলি থাকলে তার অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য ছটি নারকেল মাথা থেকে ঘুরিয়ে জলে প্রবাহিত করে দিন।
  • অশ্বত্থ গাছ লাগানো উচিত এবং তাতে প্রতিদিন জল দিন।
  • কোষ্ঠিতে গ্রহণ দোষ থেকে মুক্তি পেতে পরিবারের সমস্ত সদস্যদের কাছ থেকে সমান সংখ্যক কয়েন নিয়ে কোনও মন্দিরে দান করুন।
  • এক সময়ে একটি উপায় করবেন।

ভাগ্যলিপি খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.