জ্যোতিষশাস্ত্রমতে শনিদেব ও সূর্যের যুতির ফলে একাধিক রাশির ভাগ্যে নানান ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। আসন্ন সময়ে রয়েছে শনি ও সূর্যের যুতি। জ্যোতিষমতে মনে করা হয়, সূর্যদেব, মান সম্মান, জ্যোতিষ, চাকরি, আত্মবিশ্বাসের কারক। আর শনিদেব হলেন, কর্মফলের দাতা। আসন্ন সময়ে মীন রাশিতে শনিদেব আর সূর্যদেবের যুতি তৈরি হতে চলেছে। এই যুতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এই যুতির ফলে লাকি রাশি কারা, রইল রাশিফল।
মীন
শনিদেব ও সূর্যদেবের যুতি লাভদায়ক। এই সময় আপনার জনপ্রিয়তা তুঙ্গে থাকবে। সমাজে বাড়বে মান সম্মান। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন যে ছাত্ররা, তাঁরা পাবেন লাভ। বিবাহিতদের বৈবাহিক জীবন আগের থেকে ভালোর দিকে যাবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। আগের থেকে বেশি মানসিক শান্তি পাবেন। এই সময় অংশীদারির কাজ করতে হবে।
মকর
শনিদেবের রাশি পরিবর্তনের ফলে অনেকের জীবন থেকেই সাড়েসাতি থেকে মুক্তি আসবে।এই সময় হতে পারে আকস্মিক ধনলাভ। গ্রহদের কৃপা বর্ষণে সাহস আর পরাক্রমেও লাভ হবে। পরিবারে নানান সহযোগিতা পাবেন। বাবার তরফে আপনি আলাদা করে সহযোগিতা পাবেন। কাজের দিক থেকে ভালো সহযোগিতা পাবেন। কর্মস্থলে পদোন্নতির যোগ রয়েছে। আয় বৃদ্ধিরও যোগ রয়েছে জ্যোতিষমতে। তাতে আর্থিক স্থিতি আগের থেকে ভালো হতে পারে।
বৃষ
এই যুতি আপনার আয়ের ঘরে তৈরি হবে। এই সময় আপনার আয়ে ব্যাপক উন্নতি হবে। এই সময় আয়ের নতুন নতুন মাধ্যম তৈরি হতে পারে। কর্মস্থলে আপনার চেষ্টার খুব প্রশংসা হবে। ব্যবসায় হঠাৎ করে কোনও লাভ দেখা দিতে পারে। কাজের সূত্রে কোথাও যাত্রা করতে করতে পারেন। বিনিয়োগ থেকেও পাবেন লাভ। সন্তানের সঙ্গে জড়িত কোনও সুখবর পেতে পারেন।
কবে রয়েছে যোগ?
মার্চে মীন রাশিতে সঞ্চরণ করবেন সূর্যদেব। আর ২৯ মার্চ মীন রাশিতে যাচ্ছেন শনি। তারফলে তারি হবে যুতি। এই যুতি তৈরি হবে মার্চে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)