1/8জ্যোতিষশাস্ত্রে অঙ্গারক যোগকে শুভ বলে মনে করা হয় না। রাহু এবং মঙ্গলের কারণে এই অঙ্গারক যোগ তৈরি হয়। এখন এমনই একটি সময় চলছে। এর প্রভাব পড়বে ১২টি রাশির উপরেই।
2/8রাহু এবং মঙ্গল যখন একসঙ্গে অবস্থান করে, তখন এই যোগ তৈরি হয়। বর্তমানে মেষ রাশিতে রাহু ও মঙ্গল কসঙ্গে অবস্থান করছে। তার ফলেই অঙ্গারক যোগ তৈরি হয়েছে। ১০ অগস্ট পর্যন্ত মেষ রাশিতে থাকবে এই যোগ থাকবে।
3/8অঙ্গারক যোগের কারণে সব রাশির যে সমস্যা হবে, তা নয়। কিন্তু পাঁচটি রাশির ক্ষেত্রে এটি আবার দারুণ কিছু ভালো খবর নিয়ে আসতে পারে। এমনই বলছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা। কোন কোন রাশি রয়েছে তালিকায়? দেখে নেওয়া যাক।
4/8মেষ: এই রাশির জাতকদের সাবধানে থাকতে বলা হচ্ছে। তবে এরই মধ্যে এঁদের সম্মান বৃদ্ধি পাবে। চাকরি ও ব্যবসায় লাভ হতে পারে। অর্থলাভের যোগ তৈরি হবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটি একটি ভালো সময়। আপনি এর মধ্যে বিনিয়োগের সুবিধা পাবেন। এই সময়ে পারিবারিক সূত্রে আপনি কিছু ভালো খবর পেতে পারেন।
5/8মিথুন: ১০ অগস্ট পর্যন্ত সময়টি মিথুন রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। এই সময়ে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসায় লাভ হবে। চাকরিপ্রার্থীরা নতুন সুযোগ পাবেন। সব মিলিয়ে এই রাশির জন্য সময়টি অত্যন্ত ভালো হতে পারে।
6/8সিংহ: এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি দারুণ হয়ে উঠতে পারে। এ সময়ে কাঙ্ক্ষিত ফল পেতে পারেন তাঁরা। চাকরিতে পরিবর্তন সম্ভব। মান-সম্মান বৃদ্ধি পাবে। ধর্মীয় ভ্রমণের যোগ হবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
7/8কর্কট: এই রাশির জাতকদের কাজের ধরন উন্নত হবে। অর্থাৎ তাঁরা আগে যে ধরনের কাজ করতেন, তার থেকে বেশি পছন্দের কাজ করতে পারবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে। এই সময়ে পিতার সাহায্যে অর্থ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন।ধর্মীয় কাজে আগ্রহী হবেন।
8/8ধনু: এই রাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় আটকে থাকা অর্থ ফিরে পেতে পারেন। বন্ধ থাকা কাজ আবার শুরু হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। হঠাৎ আর্থিক লাভ হতে পারে। বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনা থাকবে। চাকরিতে পদোন্নতি হতে পারে।