Vastu Tips: টাকা পয়সার অভাব কিছুতেই কাটছে না? বাড়িতে কয়েকটি গাছ রাখলেই এই সমস্যা কাটতে পারে। বলছে বাস্তুশাস্ত্র।
1/7অনেক সময়েই জলের মতো টাকা খরচ হয়ে যেতে থাকে। কিছুতেই হাতে টাকা জমে না। এমন অবস্থায় কী করবেন? বাস্তু বলে, এর কিছু প্রতিবিধান আছে।
2/7বাস্তুমত মেনে বাড়ির কয়েকটি বিশেষ জায়গায় কিছু কিছু গাছ রাখলে এই সমস্যা কাটতে পারে। জেনে নিন, কোন কোন গাছ কোথায় রাখবেন।
3/7ঘরের মধ্যে পদ্ম গাছ লাগাতে পারেন। ঘরের ছাদে যদি ছোট জলের জায়গা করে পদ্ম গাছ লাগাতে পারেন এবং পরবর্তীকালে পদ্ম ফোটাতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে কতটা অর্থনৈতিক সমৃদ্ধি নেমে এসেছে।
4/7ঘর সাজাতে অবশ্যই ঘরের যে কোনও একটা কোণে পিস লিলি বা স্প্যাথিফাইলাম গাছটি লাগাতে পারেন, ইনডোর প্ল্যান্ট খুব সুন্দর সাদা রঙের ফুল ফোটে, আর এই ফুলটা দেখলে মনে শান্তি হয়। পিস লিলি গৃহে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সাহায্য করে।
5/7এছাড়াও বাড়ির যে কোনও জায়গায় তুলসী গাছ রাখতে পারেন। বাস্তুমতে, এটিও অর্থনৈতিক সংকট কাটিয়ে দিতে পারে।
6/7এই কাজে আরও একটি দারুণ গাছ হল লাকি বাম্বু। তা যদি সম্ভব না হয়, তাহলে আপনার বাড়ির বাগানে যদি একটা কোণে বাঁশ গাছ লাগাতে পারেন, তাহলে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবেই ঘটবে।
7/7এ জন্য অত্যন্ত শুভ হল বাঁশ গাছ। ঘরে ডাইনিং টেবিলের উপরে বা খাবার পাশর টেবিলের উপরে বা শোওয়ার জায়গায় পাশে কোনও একটা টেবিলের উপরে বাঁশ গাছ রাখতে পারেন।