বাংলা নিউজ > ভাগ্যলিপি > Aries Horoscope Today: মেষের দৈনিক রাশিফল: চাকরিতে প্রতিকূল পরিস্থিতি, ব্যবসায় টাকা ঢাললে পরে লাভ

Aries Horoscope Today: মেষের দৈনিক রাশিফল: চাকরিতে প্রতিকূল পরিস্থিতি, ব্যবসায় টাকা ঢাললে পরে লাভ

Aries Horoscope Today: আজ মেষ রাশির জাতকদের কেমন কাটবে, তা দেখে নিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)

Aries Horoscope Today: আজ (সোমবার, ২৭ জুন) কেমন কাটবে মেষ রাশির জাতকদের, তা জানাচ্ছেন জ্যোতিষীরা। সার্বিকভাবে কেমন দিন কাটবে; প্রেমজীবন ও কেরিয়ার কেমন থাকবে, তা জেনে নিন।

মেষ রাশি

যে মেষ রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁরা নয়া ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন। যা দীর্ঘকালীন সময় সাফল্যের পথ প্রশস্ত করবে। নয়া সুযোগের সন্ধানে থাকবেন। কারণ অদূর ভবিষ্যতে লাভবান হবেন। কর্মক্ষেত্রে কাজ শেষ করার ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে পারেন। কেরিয়ারের পরিকল্পনা কারও কাছে ফাঁস করবেন না। যা আপনার বিপদ ঢেকে আনতে পারে। 

আপনি কি সিঙ্গেল? তাহলে আপনার পছন্দের মানুষের বিষয়ে আরও তথ্য জানতে পারবেন। আশপাশের লোকজনের সঙ্গে প্রেমজীবনের বিষয়ে আলোচনা করবেন না। অফিসে প্রেমে পড়তে পারেন। যা প্রথম থেকেই অত্যন্ত সিরিয়াস হবে। যে মেষ রাশির জাতকরা প্রেম করছেন, তাঁরা নয়া কোনও প্রস্তাব পেতে পারেন।

সার্বিকভাবে কেমন কাটবে দিন?

আত্মবিশ্বাস বাড়বে। কথাবার্তায় মাধুর্য থাকবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। আয় বাড়বে। বেশি রেগে যাবেন না। পরিবারের অবস্থার উন্নতি হবে। উন্নতির পথ প্রশস্ত হবে। স্বাস্থ্যের যত্ন নিন। সম্পর্ক ভালো হবে।

লাকি নম্বর: ছয়।

লাকি কালার: ফিরোজা।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)

বন্ধ করুন