বাংলা নিউজ > ভাগ্যলিপি > শুক্র, মঙ্গল ও বৃহস্পতির মহাসংযোগে ফায়দা হবে একাধিক রাশির, হবে অর্থ লাভ

শুক্র, মঙ্গল ও বৃহস্পতির মহাসংযোগে ফায়দা হবে একাধিক রাশির, হবে অর্থ লাভ

আপাতত একই রাশিতে অবস্থান করছেন শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি। আছেন কুম্ভ রাশিতে।

আপাতত একই রাশিতে অবস্থান করছেন শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি। আছেন কুম্ভ রাশিতে। সেই মহাসংযোগের ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন।

জ্যোতিষশাস্ত্রে গ্রহদের সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আপাতত একই রাশিতে অবস্থান করছেন শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি। আছেন কুম্ভ রাশিতে। সেই মহাসংযোগের ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। মেষ থেকে মীন - ১২ টি রাশির জাতকদের মধ্যে কারা কারা লাভবান হবেন, তা দেখে নিন -

মেষ রাশি- কোনও বন্ধু আসতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। তবে কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকুন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। 

আরও পড়ুন: মীনে গোচর বৃহস্পতির, বুধবার থেকে এই রাশির জাতকদের পরিবারে আসবে সুখ-শান্তি

বৃষ রাশি- মন অশান্ত থাকবে। অকারণে রেগে যাবেন না। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায় বাড়বে আয়।

মিথুন রাশি- মানসিক শান্তি থাকবে। শিক্ষা এবং গবেষণা সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়বে। অধিক পরিশ্রম করতে হবে।

কর্কট রাশি- সংযত থাকুন। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। নজর রাখতে হবে নিজের স্বাস্থ্যের দিকেও। শিক্ষা সংক্রান্ত কাজে বাধা আসতে পারে।

সিংহ রাশি- সংযত থাকতে হবে। অত্যধিক রেগে যাবেন না। পরিবারে কোনও ধর্মীয় কাজের জন্য খরচ হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন।

আরও পড়ুন: তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ, কয়েকদিন পর থেকেই আচমকা হাতে টাকা আসবে ৬ রাশির জাতকদের

কন্যা রাশি- সংযত থাকতে হবে। অতিরিক্ত রেগে যাবেন না। পরিবারে কোনও ধর্মীয় কাজ হতে পারে। তার জেরে খরচ হবে। ব্যবসার বহর বৃদ্ধির জন্য বাবার থেকে অর্থ লাভ করবেন।

তুলা রাশি- মনে শান্তি থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসার অবস্থা ভালো হবে। লাভের সুযোগ বাড়বে। বন্ধুর সহযোগিতা পাবেন।

বৃশ্চিক রাশি- পড়াশোনায় রুচি থাকবে। শিক্ষা সংক্রান্ত সাফল্য লাভ করবেন। ব্যবসার উন্নতি হবে। কোনও বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

ধনু রাশি- মনে নৈরাশ্য থাকবে। সংযত থাকতে হবে। কথাবার্তার ক্ষেত্রেও সংযম বজায় রাখতে হবে ধনু রাশির জাতকদের। কোনও বন্ধুর সহযোগিতায় আয় বাড়বে।

মকর রাশি- মনে নৈরাশ্য এনং অসন্তোষ থাকবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। বাবা এনং মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।

আরও পড়ুন: অশুভ যোগে ছয় সপ্তাহ কপাল খারাপ থাকবে একাধিক রাশির, শুভ কাজে হবে হিতে বিপরীত

কুম্ভ রাশি- মন প্রসন্ন থাকবে। বাড়ি কিনতে পারেন। কোনও বন্ধু আসতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। ব্যবসা থেকে আয় কমে যেতে পারে।

মীন রাশি- অকারণে রেগে যাবেন না। ঝগড়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। কোনও বন্ধু আসতে পারেন আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।

বন্ধ করুন