বাংলা নিউজ > ভাগ্যলিপি > চাকরি হারানোর সম্ভাবনা? এই কয়েকটি উপায়ে মিলবে স্বস্তি
বর্তমান মহামারীর জেরে লকডাউনের কারণে, বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির ফলে অনেকেই চাকরি খুইয়েছেন। আবার যাঁরা চাকরিতে বহাল আছেন, তাঁদের মনেও চাকরি হারানোর ভয় রয়েছেই। জ্যোতিষ শাস্ত্রে এমন কিছু উপায় বলা রয়েছে, যা পালন করলে, চাকরি হারানোর সম্ভাবনা ও ভয় কাটানো যেতে পারে।
- জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চাকরি হারানোর ভয় থাকলে, পূর্ণিমার দিন পুকুর, নদী বা থালায় জল ভরে, তাতে চাঁদের প্রতিবিম্ব দেখুন। উল্লেখ্য, আগামী ৫ জুলাই গুরু পূর্ণিমা।
- চাকরিতে কোনও বাধা উৎপন্ন হলে তা দূর করার জন্য গঙ্গাজলে চিনি মিশিয়ে সেই জল তুলসী গাছে অর্পণ করুন। তার পর সমস্যা দূর করার জন্য প্রার্থনা করুন। প্রচলিত ধারণা অনুযায়ী এক মাস পর্যন্ত এই নিয়ম পালন করলে চাকরিতে উৎপন্ন সমস্যা দূর হয়।
- আবার কেতু রত্ন লহসুনিয়া ধারণ করলেও চাকরিক্ষেত্রে সমস্যা দূর হয়। পাশাপাশি আরও অন্যান্য সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।
- চাকরিক্ষেত্রে উন্নতির জন্য সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া উচিত। আবার চাকরিক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হলে, সেই জলে গুড় ও সিঁদুর মিশিয়ে সূর্যকে অর্পণ করলে সুফল পাওয়া যায়।
- যে মাসে ব্যক্তির জন্মদিন, সেই মাসের প্রত্যেকটি বৃহস্পতিবারে গোরুকে মিষ্টি রুটি বা কলা খাওয়ালে চাকরিতে আগত সমস্যা দূর হয়।
- অফিসে আপনার বস যদি আপনার প্রতি ক্ষুব্ধ থাকেন এবং সে কারণে কাজে বাধা তৈরি হয়, তা হলে রবিবার তাঁকে পায়েস খাওয়ান। এর ফলে আপনাদের পারস্পরিক সম্পর্কে উন্নতি হবে এবং পদোন্নতির সম্ভাবনাও দেখা দেবে।
- রবিবার সূর্য পূজো করলে নানান সমস্যা দূর হয়। কুষ্ঠিতে সূর্যকে মজবুত করার জন্য রবিবার মিষ্টি ভোজন করুন। সম্ভব হলে নোনতা খাবার ত্যাগ করুন। এর ফলে চাকরি হারানোর সম্ভাবনা কাটানো যায়, পাশাপাশি জীবনে উন্নতি হয়।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর