বাংলা নিউজ > ভাগ্যলিপি > আর্থিক সমস্যায় জর্জরিত, হওয়া কাজ আটকে যাচ্ছে তাহলে এই উপায়টি আপনার জন্য

আর্থিক সমস্যায় জর্জরিত, হওয়া কাজ আটকে যাচ্ছে তাহলে এই উপায়টি আপনার জন্য

একমাত্র মহাদেবের পূজাতেই মেলে সকল সমস্যার সমাধান 

Astro upay for enemies: গুপ্ত শত্রুতায় কি আপনি জর্জরিত ? তাহলে এই উপায়টি করলে শত্রুতা  থেকে মুক্তি পাবেন ৷ কিভাবে গুপ্ত শত্রুতা থেকে রেহাই পাবেন তা নিয়ে আলোচনা করেছেন বিশেষজ্ঞ মনোজিৎ দে সরকার৷

প্রতি সোমবার ভগবান শিবের দিন। একমাত্র মহাদেবের পূজাতেই মেলে সকল সমস্যার সমাধান। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে নয়টি গ্ৰহের প্রতিটা গ্ৰহ কোনো না কোনো ভাবে মহাদেবের কাছে বর প্রাপ্ত। একমাত্র মহাদেবের পূজাতেই  ৯টি গ্ৰহের পীড়া থেকে বহু অংশে রক্ষা পাওয়া যায়। বৈদিক শাস্ত্র মতে মনে করা হয় একমাত্র শিব ঠাকুর খুব অল্পতেই সন্তুষ্ট হয় এবং প্রতিদিন যদি শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করা হয় তাতে মহাদেব অনেক সন্তুষ্ট হন।।

মহাদেবের পুজোর মাধ্যমে মেলে রোগমুক্ত জীবন, পারিবারিক সুখময় জীবন এবং মন শান্ত হয় ও আয়ু বৃদ্ধি পায়। সকল পাপের থেকে মুক্তি মেলে।।

অকাল মৃত্যু বা ফাঁড়া এবং অক্সিডেন্ট কাটাতে শিবের পূজা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ বিশেষ বিশেষ ভাবে উপকারি।।

 

মহামৃত্যুঞ্জয় মন্ত্র

ওম ত্র্যম্বকম যজামাহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম/ উর্ভারুকমিভ বন্ধননমৃ্ত্যৌরমুকশি মামৃতাত।।

 

গুপ্ত শত্রুর হাত থেকে রক্ষা পেতে বিশেষ একটি টোটকা আলোচনা করা হলো

 

তিনটি বেলপাতায় সিঁদুর এবং চন্দন লাগিয়ে প্রতি সোমবার শিবলিঙ্গে জল এবং বেলপাতাগুলি অর্পণ করুন, পঁয়ত্রিশ টা রবিবার করুন, ফলাফল নিজে অনুভব করতে পারবেন।

 

বিশেষজ্ঞ: মনোজিৎ দে সরকার

যোগাযোগ: 8777679776

বন্ধ করুন