Astrological Remedies: সপ্তাহে দু’টি দিনে নখ কাটা উচিত নয়। এমনই বলছে জ্যোতিষশাস্ত্র। কোন দু’টি দিন? জেনে নিন, এর কারণগুলিই বা কী কী।
1/8নিয়মিত নখ কাটা স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, নিয়মিত নখ কাটলেও, সপ্তাহে দু’দিন মোটেই নখ কাটতে নেই। তাতে ভাগ্য একেবারে উলটো পথে দৌড়োতে পারে। তাই এই বিষয়ে সাবধান হওয়া উচিত।
2/8সপ্তাহের কোন দু’টি দিন নখ কাটবেন না? এবং তার পিছনে কী কী কারণ রয়েছে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? জেনে নিন ভালো করে।
3/8এর প্রথম দিনটি হল মঙ্গলবার। জ্যোতিষশাস্ত্র মতে, এটি হল মঙ্গল দেবের দিন। এই মঙ্গল দেবের সঙ্গে সম্পর্ক রয়েছে মানুষের রক্তের। আর সেই কারণেই এই দিনটিতে নখ কাটতে নিষেধ করা হয়েছে।
4/8মঙ্গলবারে নখ কাটলে নানা সমস্যা দেখা দিতে পারে। তেমনই বলছে জ্যোতিষ। এতে নাকি রক্তজনিত নানা ধরনের রোগ হতে পারে। এর পাশাপাশি এই দিনে নখ কাটলে আত্মবিশ্বাসও কমে যায়। এমনই বলছে জ্যোতিষশাস্ত্র।
5/8তবে শুধু মঙ্গলবার নয়, এর পাশাপাশি বৃহস্পতিবারও নখ কাটতে নিষেধ করা হয় জ্যোতিষশাস্ত্রে। এই দিনটিকে গুরু বৃহস্পতির দিন বলে মনে করা হয়। কেন এই দিনেও নখ কাটতে বারণ করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে? জেনে নিন।
6/8মনে করা হয়, বৃহস্পতি গ্রহের সঙ্গে মানুষের বুদ্ধির যোগাযোগ আছে। তাই এই দিনে নখ কাটলে বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে যায় বলে মনে করা হয়। তাতে কমে যেতে পারে বিচার বুদ্ধি। কাছের মানুষের সঙ্গে সম্পর্কও বিগড়ে যেতে পারে এর ফলে।
7/8তবে শুধু এই দু’টি দিনই নয়, এছাড়া শনিবারেও নখ কাটতে নিষেধ করা হয়। মনে করা হয় এই দিন নখ বা চুল কাটানো হলে শনিদেব ক্রদ্ধ হন। এর ফলও মারাত্মক হতে পারে।
8/8শনিবারে নখ কাটলে মানুষের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। এর পাশাপাশি এই দিনে নখ কাটলে আর্থিক সংকটও হতে পারে বলে মনে করা হয়।