প্রত্যেক মা-বাবাই চান, তাঁদের সন্তান যাতে পড়াশোনায় ভালো হয়। কিন্তু বাস্তবে বহু ক্ষেত্রে তার উল্টো হতে দেখা গিয়েছে। পড়াশোনায় মন না-বসার ফলে বা অন্য কোনও কারণে, সন্তানের ভবিষ্যৎ, চিন্তা বাড়িয়েছে অভিভাবকদরে। জ্যোতিষ শাস্ত্রে এমন কিছু উপায় বলা হয়েছে, যা পালন করলে এই সমস্যার সমাধান সম্ভব। এর ফলে সন্তানেরা লেখাপড়ায় মনোযোগী হতে পারে।
১) সন্তান যদি পড়াশোনায় রুচি না-রাখে, তা হলে তাঁদের দিয়ে নিয়মিত হনুমান চালিসার পাঠ করালে শুভ ফল পাওয়া যায়
২) আবার সন্তানের স্মরণশক্তি কম হলে, তাকে দুধের সঙ্গে শঙ্খপুষ্পী মিশিয়ে পান করতে দিন।
৩) ওম তত্ব নিরঞ্জনায় তারকরায়মায় নমঃ – এই মন্ত্রের একটি মালা জপ করলে ফল পাওয়া যাবে।
৪) যে বাচ্চারা পড়াশোনা থেকে দূরে পালায়, তাদের দুধে মিশ্রী মিশিয়ে পান করানো উচিত। আবার বইতে ১১টি অভিমন্ত্রিত তেঁতুল পাতা রাখা উচিত।
৫) আবার তীক্ষ্মবুদ্ধি সম্পন্ন হওয়া সত্ত্বেও যদি পড়াশোনায় আলস্য দেখা দেয়, তা হলে রুপোর লকেটে সাড়ে সাত রতির ইট্যালিয়ান মুঙ্গা মঙ্গলবার গলায় পড়ানো উচিত।
৬) সন্তান জেদি ও চঞ্চল হলে ভৈরবরত্ন অথবা সাড়ে সাত রতির সাউথ সি মুক্তো রুপোর লকেটে করে সোমবার পরালে ভালো ফল পাওয়া যেতে পারে।