বাংলা নিউজ > ভাগ্যলিপি > জ্যোতিষ জানাচ্ছে বসকে খুশি করার সহজ উপায়
সরকারি চাকরিজীবী হোক বা বেসরকারি, কেউ নিজের কাজের জন্য চিন্তিত, আবার কারও জীবনে সমস্যার কারণ হল, শত চেষ্টা সত্ত্বেও বসকে খুশি করতে না-পারা। এ ক্ষেত্রে এই ভাবনাতেই দিন কাটে যে, কী ভাবে নিজের ঊর্ধ্বতনকে খুশি করা যায়। যদিও পরিশ্রম ও সততার জোরেই তা সম্ভব, তা-ও জ্যোতিষ শাস্ত্রে এই সমস্যা সমাধানের উপায় বলা আছে, যা আপনার কাজে লাগতে পারে।
- ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরু সমান। তাই বৃহস্পতিকে প্রসন্ন করা দরকার। এ ক্ষেত্রে জাফরানের তিলক লাগালে ও কলা খেলে সুফল পাওয়া যেতে পারে।
- যদি আপনার বস প্রায়ই আপনাকে সমস্যায় ফেলেন, তা হলে ১১টি মঙ্গলবার, নিয়মিত বজরংবলীকে ১১টি গোলাপ ফুল অর্পণ করুন।
- কুষ্ঠিতে চাকরিক্ষেত্রে কোনও দোষ থাকলে, নিজের বসকে সবুজ রঙের বস্তু উপহার দিলে সুফল পেতে পারেন।
- মহিলা বস হলে, শুক্র ও চন্দ্র গ্রহের স্বস্ত্যয়ন করা উচিত। কারণ এই দুই গ্রহই স্ত্রী কারক। এ ক্ষেত্রে রুপোর গ্লাসে জলপান করুন। বসের নাম নিয়ে ঘরে সামান্য কর্পূর জ্বালান।
- বয়স্ক বসকে খুশি করার জন্য শনির উপাসনা করলে সুফল মিলতে পারে। এ ক্ষেত্রে শনিবার মদ্যপান ও ধূমপান করবেন না। দরিদ্রদের দান করা উচিত। শনি-যন্ত্র শুদ্ধ করে ধারণ করলে লাভ হতে পারে।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর