মধ্যপ্রদেশের বুরহানপুরে গণেশ বিসর্জনের অনুষ্ঠানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আসলে ভগবান গণেশের যাত্রা দেখে একটি ষাঁড় মাথা নিচু করে মূর্তির সামনে হাঁটু গেড়ে বসেছিল। এই অপূর্ব দৃশ্য দেখে সেখানে উপস্থিত মানুষের উৎসাহ বেড়ে যায়। সবাই ‘গণপতি বাপ্পা মোরিয়া’ বলে উল্লাস করতে লাগেন। ষাঁড়টিকে সকলেই নমস্কার করেন।
জানা গিয়েছে, ঘটনাটি বুরহানপুরের শিকারপুরা থানা এলাকার। ১৭ সেপ্টেম্বর, গণেশ বিসর্জন অনুষ্ঠানের সময় ভগবান গণেশের যাত্রা হয়েছিল। ট্র্যাক্টর-ট্রলিতে একটি গণেশ মূর্তি নিয়ে 'গণপতি বাপ্পা মোরিয়া' ধ্বনি দিয়ে এগিয়ে যাচ্ছিলেন অনেকেই। ভাইরাল হওয়া ভিডিয়োতে রাস্তার ধারে একটি ষাঁড়কে দেখা যাচ্ছে। সেটি মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে আছে, যেন সে গণেশের সামনে প্রণাম করছে।
ষাঁড়টিকে অভিবাদন জানানোর ভঙ্গিতে গণেশকে দেখে লোকেরা অবাক হয়ে যান। সবাই ষাঁড়টিকে প্রণাম করতে লাগেন। একই সময়ে, ষাঁড়টি গণেশের বিসর্জনের যাত্রার দিকে তাকিয়ে থাকে। ষাঁড়টিকে দেখে যাত্রাও সেখানে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। লোকেরা এই আশ্চর্যজনক দৃশ্যটি তাদের ক্যামেরায় ক্যাপচার করতে শুরু করেন। এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাইরাল।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য উদাহরণ উপস্থাপন, মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার গোটখিন্দি গ্রামের একটি মসজিদে গত ৪৪ বছর ধরে বার্ষিক গণেশ উৎসব উদযাপিত হচ্ছে এবং এই সময়কালে ভগবান গণেশের মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও 'নিউ গণেশ মণ্ডল'-এর সদস্যরা মসজিদের ভিতরেই এই উৎসব পালন করেন, যা দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির স্থায়ী উদাহরণ উপস্থাপন করে।