বাংলা নিউজ > ভাগ্যলিপি > Viral Video: গণেশ বিসর্জনের সময়ে হাঁটু গেড়ে বসে ‘প্রণাম’ ষাঁড়ের! ভিডিয়োটি দেখলে চমকে যাবেন

Viral Video: গণেশ বিসর্জনের সময়ে হাঁটু গেড়ে বসে ‘প্রণাম’ ষাঁড়ের! ভিডিয়োটি দেখলে চমকে যাবেন

গণেশ বিসর্জনের যাত্রার সময়ে ঘটল এই ঘটনা।

ঘটনাটি বুরহানপুরের শিকারপুরা থানা এলাকার। ১৭ সেপ্টেম্বর, গণেশ বিসর্জন অনুষ্ঠানের সময় ভগবান গণেশের যাত্রা হয়েছিল। সেখানেই ঘটে এমন অভাবনীয় ঘটনা। 

মধ্যপ্রদেশের বুরহানপুরে গণেশ বিসর্জনের অনুষ্ঠানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আসলে ভগবান গণেশের যাত্রা দেখে একটি ষাঁড় মাথা নিচু করে মূর্তির সামনে হাঁটু গেড়ে বসেছিল। এই অপূর্ব দৃশ্য দেখে সেখানে উপস্থিত মানুষের উৎসাহ বেড়ে যায়। সবাই ‘গণপতি বাপ্পা মোরিয়া’ বলে উল্লাস করতে লাগেন। ষাঁড়টিকে সকলেই নমস্কার করেন।

জানা গিয়েছে, ঘটনাটি বুরহানপুরের শিকারপুরা থানা এলাকার। ১৭ সেপ্টেম্বর, গণেশ বিসর্জন অনুষ্ঠানের সময় ভগবান গণেশের যাত্রা হয়েছিল। ট্র্যাক্টর-ট্রলিতে একটি গণেশ মূর্তি  নিয়ে 'গণপতি বাপ্পা মোরিয়া' ধ্বনি দিয়ে এগিয়ে যাচ্ছিলেন অনেকেই। ভাইরাল হওয়া ভিডিয়োতে রাস্তার ধারে একটি ষাঁড়কে দেখা যাচ্ছে। সেটি মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে আছে, যেন সে গণেশের সামনে প্রণাম করছে। 

ষাঁড়টিকে অভিবাদন জানানোর ভঙ্গিতে গণেশকে দেখে লোকেরা অবাক হয়ে যান। সবাই ষাঁড়টিকে প্রণাম করতে লাগেন। একই সময়ে, ষাঁড়টি গণেশের বিসর্জনের যাত্রার দিকে তাকিয়ে থাকে। ষাঁড়টিকে দেখে যাত্রাও সেখানে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। লোকেরা এই আশ্চর্যজনক দৃশ্যটি তাদের ক্যামেরায় ক্যাপচার করতে শুরু করেন। এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাইরাল।

 

সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য উদাহরণ উপস্থাপন, মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার গোটখিন্দি গ্রামের একটি মসজিদে গত ৪৪ বছর ধরে বার্ষিক গণেশ উৎসব উদযাপিত হচ্ছে এবং এই সময়কালে ভগবান গণেশের মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও 'নিউ গণেশ মণ্ডল'-এর সদস্যরা মসজিদের ভিতরেই এই উৎসব পালন করেন, যা দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির স্থায়ী উদাহরণ উপস্থাপন করে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ভাগ্যলিপি খবর

Latest News

সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.