মঙ্গলবার বহু বাড়িতেই হয়ে থাকে বজরংবলীর পুজো। আলাদা করে অনেকেই এই দিনে হনুমান চালিসা পাঠ করেন। হনুমানজির পুজোর জন্য পাঠ করা এই হনুমান চালিসার আলাদা মাহাত্ম্য রয়েছে। সংকটমোচন হলুমানজির চালিসা পাঠে বহু ধরনের লাভ মেলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই হনুমান চালিসা পাঠে বহু ধরনের উপকার মেলে। এই হনুমান চালিসা পাঠ শুভ বলে মনে করা হয়। তবে শুধু মঙ্গলবার নয়, প্রতিদিন হনুমান চালিসা পাঠে বহু সংকট কেটে যায়। কী কী উপকার পাওয়া যায় দেখে নিন।
ইচ্ছাপূরণ ও রোগমুক্তি
বলা হয় হনুমান চালিসা পাঠ করলে মনের সুপ্ত কোনও ইচ্ছা পূরণ হয়। সেই ইচ্ছা যতই কঠিন হোক না কেন, তা পূরণ হয়। জ্যোতিষমতে বলা হচ্ছে, নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে কিছু ক্ষেত্রে রোগমুক্তিও ঘটে। নিষ্ঠা ভরে এই পাঠে টানা রোগ ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যায়।
( Budh Uday Astrology: বুধ উদয় হতেই চাকরিতে উন্নতি, বাড়বে টাকার সঞ্চয়, লাকি রাশির লিস্ট লম্বা!)
আর্থিক সমস্যা
কোনও ব্যক্তি আর্থিক সমস্যায় পড়লে তা থেকে মুক্তি পেতে পারেন এই হনুমান চালিসার হাত ধরে। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে হলে, এই হনুমান চালিসা পাঠ খুবই উপকারি।
নেতিবাচক কিছু কাছে ঘেঁষে না
বহু দিন ধরে যদি দেখেন একঘেয়ে নেতিবাচকতা আপনাকে ঘিরে রয়েছে, তাহলে তা থেকে মুক্তির উপায় রয়েছে। প্রতিদিন যদি হনুমান চালিসা পাঠ করা যায়, তাহলে কোনও নেতিবাচক ভাবনা, মনমরা বিষয় কাছে ঘেঁষে না। কোনও রকমের ভয় পেয়ে থাকলে তা থেকে মুক্তি আসতে পারে।
ঘুম আসা নিয়ে সমস্যা? তাহলে দেখে নিন..
যদি সহজে ঘুম না আসে, বা ঘুমের সমস্যা লেগে থাকে, তাহলেও প্রতিদিন সন্ধ্যায় এই হনুমান চালিসা পাঠ করার কথা বলছে শাস্ত্র। এতে আসে মানসিক শান্তি। এই হনুমান চালিসা পাঠে উন্নতির সুযোগ আসে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )