Bangla Noboborsho 1430 Astrology: মাসদুয়েক পরেই বা... more
Bangla Noboborsho 1430 Astrology: মাসদুয়েক পরেই বাংলা নববর্ষ। এবার বাংলা নববর্ষের শুরুতেই দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। যা ৩০ বছর পর তৈরি হয়েছে। তার ফলে কয়েকটি রাশির জাতকদের জীবনে বিশেষভাবে ইতিবাচক প্রভাব পড়বে। কারা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5এবার বাংলা নববর্ষের শুরুটা বিশেষ সময় হতে চলেছে। যা ৩০ বছর পর তৈরি হচ্ছে। বাংলা নববর্ষের সময় মেষ রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। যে ঘটনা ৩০ বছর পর হতে চলেছে। তার ফলে একাধিক রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5মিথুন রাশি- নববর্ষে বিশেষভাবে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। অতীতে কোনও বিনিয়োগ করলে তা থেকে লাভবান হবেন। আয় বৃদ্ধি হবে মিথুন রাশির জাতকরা। ভাগ্যের সহায়তা মিলবে। যে মিথুন রাশির জাতকরা কাজ করেন, তাঁরা নববর্ষে সুখবর পাবেন। কাজে সাফল্য লাভ করবেন।
3/5তুলা রাশি- নববর্ষে তুলা রাশির জাতকদের অনুকূল সময় কাটবে। তুলা রাশির জাতকদের উপর শনির ঢাইয়ার প্রভাব কেটে গিয়েছে। যে তুলা রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁরা শুভ খবর পাবেন। মুনাফা বৃদ্ধি পাবে।
4/5ধনু রাশি- এবার হিন্দু নববর্ষে যে বিশেষ সংযোগ তৈরি হতে চলেছে, তাতে ধনু রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। এমনিতেই ১৭ জানুয়ারি শনির সাড়েসাতি থেকে মুক্তি লাভ করেছেন ধনু রাশির জাতকরা। তার ফলে ধনু রাশির জাতকরা অনুকূল ফল লাভ করবেন। ধনলাভের সম্ভাবনা বাড়বে। সম্পত্তি কেনার সম্ভাবনা আছে।
5/5মীন রাশি- বাংলা নববর্ষে যে দুর্লভ সংযোগ তৈরি হতে চলেছে, তার ফলে মীন রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন মীন রাশির জাতকরা। যাঁরা চাকরি করেন, তাঁরা বাংলা নববর্ষে ভালো খবর পাবেন। ব্যবসার নিরিখেও ভালো সময় কাটবে।