Basanti Puja 2023: এই বছরের বাসন্তী পুজো কেন এত শু... more
Basanti Puja 2023: এই বছরের বাসন্তী পুজো কেন এত শুভ? কাদের সময় ভালো হতে পারে আর ২ দিন পরেই?
1/6বৈদিক মতে, প্রতি বছরে চারবার নবরাত্রি পালিত হয়। তার মধ্যে একবার হল চৈত্র নবরাত্রি। সেটিই এখন পালিত হচ্ছে। এই সময় দেবী দুর্গার নয় রূপের আরাধনা করা হয়। আর এর মধ্যে সপ্তমী থেকে দশমী পর্যন্ত বাঙালিরা বাসন্তী পুজো করেন।
2/6এবারের নবরাত্রিতে একসঙ্গে চারটি শুভযোগ এসেছে। তাই এই সময়টিকে খুবই শুভ বলে ধরা হচ্ছে। আর বিশেষ করে বাসন্তী পুজোর সময়ে বহু শুভ ঘটনা ঘটবে অনেকের সঙ্গেই। এবারের বাসন্তী পুজোর সময়টি এমনিও খুব ভালো। তার কারণগুলি জেনে নিন।
3/6এবার দেবীর নৌকায় আগমন। বাসন্তী পুজোতেও মা দুর্গা প্রতি বছর আলাদা আলাদা বাহনে আসেন। প্রত্যেক বাহনের আলাদা গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। এই বছর যেহেতু বাসন্তী পুজোয় দেবী আসছেন নৌকায়, তাই একে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে।
4/6এর ফলে ধরিত্রী সুফলা হয়ে উঠবে ও মানুষের মন খুশিতে ভরে উঠবে। পাশাপাশি চারটি শুভ যোগও সময়টিকে আরও সুন্দর করে তুলবে অনেকের জন্যই।
5/6পুরাণ মতে, চৈত্র নবরাত্রিতেই ব্রহ্মা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। বৈদিক জ্যোতিষ বলছে এই বছর রাজাগ্রহের আসনে থাকবে বুধ এবং তার প্রধান সহকারী হবে শুক্র। অর্থাত্ এই দুই গ্রহের বিশেষ প্রভাব বজায় থাকবে বাসন্তী পুজোর সময়ে।
6/6বুধের স্বরাশি হল মিথুন ও কন্যা। আর শুক্রের হল বৃষ ও তুলা। এই চার রাশির জাতকদের ভাগ্য চৈত্র নবরাত্রি বিরল শুভযোগে খুলে যাবে বলে মনে করছেন জ্যোতিষবিদরা।