বাঙালির উৎসবের ক্যালেন্ডারে কালীপুজোর পরই আসে ভাইফোঁটা। বাজির শব্দ, আলোর রোশনাইয়ের মধ্যে দিয়েই এক উৎসব থেকে আরেক পার্বনের দিকে এগিয়ে যায় সময়। কার্তিক মাসের মাঝামাঝি সময়ে শুক্লপক্ষে ভাইফোঁটা ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি থাকে না। ভাইফোঁটা মানেই, সারা বছর ধরে খুনসুটি, মারপিটে যারা মেতে থাকে, সেই ভাইবোনের সম্পর্ক উদযাপনের পালা। ২০২৪ সালের ভাইফোঁটার তিথির দিকে নজর রাখা যাক।
ভ্রাতৃ দ্বিতীয়া মানেই মিষ্টির দোকানের সামনে চেনা ভিড়। আবার কোনও কোনও বাড়িতেও আলাদা করে ভাইয়ের জন্য মিষ্টি বানানো হয়। এই উদযাপনের মধ্যেই সকলের নজর থাকে তিথির দিকে। মূলত, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা। ২০২৪ সালে ভাইফোঁটা উৎসব পালিত হচ্ছে ৩ নভেম্বর। তবে এই পার্বনের দ্বিতীয়া তিথি কবে থেকে পড়ছে? দেখে নেওয়া যাক, ২০২৪ সালের ভাইফোঁটার দ্বিতীয়া তিথি।
ভাইফোঁটার দ্বিতীয়া তিথি:-
শনিবার ২ নভেম্বর থেকেই পড়ছে ভাইফোঁটার দ্বিতীয়া তিথি। ২ নভেম্বর , বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৬ কার্তিক। শনিবার সন্ধ্যা ৬ টা ৫৪ মিনিট থেকে পড়ছে ভাইফোঁটার দ্বিতীয়া তিথি। তিথি শেষ হবে পরের দিন। অর্থাৎ রবিবার রাত ৮ টা ১৬ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে।
( Bhai Phonta 2024: ভাইফোঁটা ২০২৪এ ফোঁটা দেওয়ার সময় মাত্র কয়েক ঘণ্টা! চন্দন সহ থালায় কী কী রাখার নিয়ম?)
( Shanidev Dhahiya: আর কয়েক মাস পরই শনির ঢাইয়ার কবলে পড়বে দুই রাশি! তালিকায় কারা?)
কখন ফোঁটা না দেওয়া ভালো?
ভাইফোঁটা ২০২৪ সালের সেরা মুহূর্ত মূলত, ভোর ৬ টা ৪৫ মিনিটের পর থেকে সকাল ৮টা ৫৪ মিনিটের মধ্যে, আবার বেলা ১১টা থেকে ১১টা ৪৩ মিনিটের মধ্যে এবং তার পরে দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে। এর মাঝে যে সময় রয়েছে, তাতে ফোঁটা না দেওয়াই ভালো। সন্ধ্যাকালীন ভাইফোঁটা দিতে চাইলে বিকেল ৫টা ৩৪ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সময় শুভ। ভাইফোঁটার সবচেয়ে শুভ মুহূর্ত হল- দুপুর ১টা ৫৪ মিনিট থেকে ২টা ৪৮ মিনিটের মধ্যে।