কালীপুজোর পর্ব শেষ মানেই ২০২৪ সালে এবার ভাইফোঁটার পর্ব শুরু। উইকেন্ডের ভাইফোঁটা মানে, ভাই-বোন মিলিয়ে বাড়িতে তুমুল হইচইয়ের পালা। চলতি বছরে ২০২৪ সালে ভাইফোঁটা পড়েছে ৩ নভেম্বর। তবে পশ্চিমবঙ্গীয় মত ও পূর্ব বঙ্গীয় মত অনুসারে এই ভাইফোঁটার সময়ের কিছু ফারাক অনেক সময় দেখা যায়। বহু বাঙালি বাড়িতেই প্রতিপদে হয় ভাইফোঁটা। আর বহু বাড়িতেই দ্বিতীয়ায় ভাইফোঁটা পালন হয়।
মূলত, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই দ্বিতীয়া পালন করা হয়। এই পর্ব বাঙালির কাছে ভাইফোঁটা হিসাবে খ্যাত।এই ভাইফোঁটার দিনে ভাইকে দই, চন্দন, কাজলের ফোঁটা দেওয়ার রীতি রয়েছে। তারপর প্রদীপের তাপ দিয়ে ও ধান দুর্বা দিয়ে বড়রা ছোটকে আশীর্বাদ করেন। বোন ছোট হলে, তাঁকে দাদা আশীর্বাদ করেন, আর ভাই ছোট হলে তাঁকে দিদি আশীর্বাদ করেন। এই গোটা পর্বে বাঙালির বাড়িতে শাঁখ বাজিয়ে উৎসব আয়োজন করা হয়।
ভাইবোনের সম্পর্ককে উদযাপন করে এই ভাইফোঁটা উৎসব বহু বাড়িতেই প্রতিপদ তিথিতে আয়োজন করা হয়। দেখা যাক চলতি বছরে ভাইফোঁটার প্রতিপদ তিথি কখন পড়ছে?
প্রতিপদ তিথি:-
প্রতিপদ তিথি পড়ে গিয়েছে ১ নভেম্বর থেকে। সেদিন ছিল বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৫ কার্তিক। সেদিন ১ নভেম্বর শুক্রবার বিকেল ৫ টা ০৮ মিনিট থেকে পড়ে গিয়েছে প্রতিপদ তিথি। পরদিন অর্থাৎ আজ ১৬ কার্তিক শনিবার সন্ধ্যা ৬ টা ৫৩ মিনিট পর্যন্ত প্রতিপদ তিথি থাকবে।
ভাইফোঁটার ছড়া:-
যে বাড়িতে প্রতিপদে ফোঁটা দেওয়ার রীতি রয়েছে সেখানে ভাইফোঁটার ছড়া হল' প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নীতা, আজ হতে ভাই আমার যম দুয়ারে তিতা'। অনেকেই অর সঙ্গে জুড়ে দেন,'ঢাক বাজে, ঢোল বাজে, আরও বাজে কাড়া,বোনের ফোঁটা না নিয়ে ভাই, না যেও ঘম পাড়া,না যেও ঘুমের ঘর,আজ হতে ভাই আমার রাজ রাজেশ্বর।'
ভাইফোঁটার থালায় কী কী থাকে:-
মূলত, কাঁসা বা পিতলের থালায় ফোঁটার সামগ্রী রাখা হয়। এই ফোঁটার সামগ্রী হল, প্রদীপ, দুর্বা, ধান ও সামান্য দই, চন্দন, ও কাজল। বাঁ হাতের কনিষ্ঠা আঙুল দিয়ে পরানো হয় ফোঁটা। হিন্দু ধর্মে যেকোনও কাজে দইকে শুভ মনে করা হয়। সেই দিক থেকে দইয়ের ফোঁটা দেওয়া হয়। রীতি বলছে, চন্দন তিলক পরিয়ে দিলে ভাইয়ের পরমায়ু বৃদ্ধি হয়। আগেকার রীতি বলছে, পানের বোটায় করে ভাইকে কাজল পরিয়ে দেওয়ার রীতি পালন করেন বোনেরা। মনে করা হয়, কাজল পরালে ভাইকে কুনজর থেকে রক্ষা করা যায়। অনেকে আবার কাজলের ফোঁটা কপালেও দেন। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)