Budh and Guru Yuti 2023 Astrology: জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি এবং বুধের যুতি তৈরি হয়েছে। মীন রাশিতে তৈরি হয়েছে ওই যুতি। সেই যুতির ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, হাতে টাকা আসবে, পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়বে, তা দেখে নিন আগে-
1/6মীন রাশিতে প্রবেশ করেছেন বুধ। যে রাশিতে আগে থেকেই অবস্থান করছেন বৃহস্পতি। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মীন রাশিতে বুধ এবং বৃহস্পতির যুতি তৈরি হবে। ওই যুতির ফলে কয়েকটি রাশির জাতকদের আশীর্বাদ থাকবে। তাঁরা অর্থলাভ হবে ওই রাশির জাতকদের।
2/6বৃষ রাশি- বৃষ রাশির একাদশতম স্থানে বুধের গোচর হয়েছে। যে স্থানে আগে থেকেই বৃহস্পতি অবস্থান করছেন। সেই পরিস্থিতিতে বৃষ রাশির জাতকদের ধনলাভের যোগ তৈরি হয়েছে। বৃহস্পতি এবং বুধের যুতির ফলে আকস্মিক অর্থলাভ করবেন বৃষ রাশির জাতকরা। শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো সময় কাটবে।
3/6মিথুন রাশি- বুধ এবং বৃহস্পতির যুতির ফলে অত্যন্ত শুভ ফল লাভ করবেন। ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন মিথুন রাশির জাতকরা। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মান-সম্মান বৃদ্ধি পেতে চলেছে। কর্মক্ষেত্রে নয়া দায়িত্ব লাভ করতে চলেছেন। উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা মিলবে।
4/6কন্যা রাশি- বুধ এবং বৃহস্পতির যুতির ফলে আর্থিক দিক থেকে লাভবান হতে চলেছেন কন্যা রাশির জাতকরা। যাঁরা ব্যবসা করেন, দ্রুতগতিতে তাঁদের ব্যবসার বহর বাড়বে। নয়া মানুষের সঙ্গে দেখা হবে। আটকে থাকা কাজ পূরণ হবে। পরিবারের সহযোগিতা মিলবে। জীবনসঙ্গীর সহযোদগিতা লাভ করবেন। তার ফলে কোনও আটকে থাকা কাজ পূর্ণ হবে।
5/6ধনু রাশি- বৃহস্পতি এবং বুধের যুতির ফলে ধনু রাশির জাতকরা শুভ ফল লাভ করতে চলেছেন। পারিবারিক জীবন আনন্দদায়ক হবে। সম্পত্তিতে বিনিয়োগ করলে লাভবান হবেন ধনু রাশির জাতকরা। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। নয়া উৎস থেকে টাকা আসবে। মায়ের সহযোগিতা মিলবে।
6/6মীন রাশি- বুধ এবং বৃহস্পতির যুতির ফলে মীন রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন হবে। মীন রাশির অধিপতি হলেন মীন রাশি। জীবনে সুখ-সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। কর্মক্ষেত্রে নয়া দায়িত্ব লাভ করতে পারেন।