বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন সময় গ্রহদের গোচরের ফলে লাভের মুখ দেখতে পান বহু রাশির জাতক জাতিকারা। তারফলে কারোর ভাগ্যে উন্নতি, আর কারোর ভাগ্যে তুমুল ধাক্কা আসার সম্ভাবনা থাকে। এখন ধন সম্পত্তি আর বৈভবের দাতা শুক্র নিজের উচ্চ রাশি মীনে রয়েছেন, তবে আসন্ন অমাবস্যার সময় থেকেই তিনি তৈরি করবেন নতুন যোগ। আসন্ন অমাবস্যার তিথি ২৭ ফেব্রুয়ারি পড়ছে। সেই সময় আবার মীন রাশিতে বুধও থাকবেন। তারফলে তৈরি হবে শুভ লক্ষ্মীনারায়ণ যোগ। সেই সময় থেকে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে, দেখা যাক।
মীন
লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের জন্য খুবই শুভ প্রমাণিত হতে চলেছে। আপনার কাজ করার ধরনে আসবে সামান্য পরিবর্তন। নতুন নতুন লোকজনের সঙ্গে আপনার সম্পর্ক হবে। আপনার মান সম্মান আর প্রতিষ্ঠার প্রাপ্তি হবে। এই সময় আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। বিবাহিতদের বৈবাহিক জীবন আগের থেকে ভালোর দিকে যাবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে। প্রেম জীবনে আপনার সম্পর্ক আগের থেকে মজবুত হবে। আপনার ব্যক্তিত্বে অনেকে আপনার প্রতি আকৃষ্ট হবেন। হঠাৎ করে হাতে আসবে টাকা।
মিথুন
কাজের দিক থেকে ভালো উন্নতির যোগ দেখতে পাবেন। ব্যবসায়ী ও চাকরিরতদের জন্য এই সময়কাল খুবই ভালো। লক্ষ্মীনারায়ণ যোগ খুবই লাভদায়ক হতে পারে। চাকরিতে প্রমোশন আর ব্যবসায় সাফল্যের যোগ দেখা যাবে। চাকরিরতদের মনের মতো জায়গায় বদলি হতে পারে। এই সময় আপনার ভাগ্যের সহায়তা আসবে। সব আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে।
ধনু
এই রাজযোগ আপনার রাশিতে চতুর্থস্থানে রয়েছে। এই সময় আপনি কোনও বিলাসী দ্রব্য কিনতে পারেন। গাড়ি বা সম্পত্তির সুখ এবার পেতে থাকবেন। চাকরিরতদের কাজের জায়গায় কোনও নতুন দায়িত্ব আসতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। কোনও বড় প্রজেক্টে অংশ নিতে পারেন। ব্যবসাতেও নতুন কোনও অংশীদারি হতে পারে। আপনার ব্যবসা যদি রিয়েল এস্টেট সম্পর্কিত হয়, তাহলে লাভ হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )