দু'মাসের বেশি একই রাশিতে থাকবেন বুধ। প্রথমে বক্রি হবেন। তারপর মার্গী হবেন গ্রহের রাজকুমার। শেষে রাশি পরিবর্তন করবেন। প্রবেশ করবেন মিথুন রাশিতে। যা বিভিন্ন রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, একটি রাশিতে সাধারণত ২৩ দিন থাকেন বুধ। এবার দু'মাস একই রাশিতে থাকার ফলে বিভিন্ন রাশির জাতকদের উপর বিভিন্ন প্রভাব পড়বে। কয়েকটি রাশির জাতকদের উপর গ্রহের রাজকুমারের খারাপ প্রভাবও পড়বে। কোন কোন রাশির জাতকদের খারাপ প্রভাব পড়বে, তা দেখে নিন -
বৃষ রাশি - বুধের গোচরের জন্য বৃষের রাশির জাতকদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনার খরচ বাড়বে। আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সতর্ক থাকতে হবে বৃষ রাশির জাতকদের।
আরও পড়ুন: আপনার প্রেমিক বা প্রেমিকার নামের প্রথম অক্ষর কি এটাই? জেনে নিন কতটা ভালো ভাগ্য
কন্যা রাশি- পেশাদার জীবনে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হবে। পরিবারিক জীবনে বিপদের আশঙ্কা আছে। অর্থ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একেবারেই তাড়াহুড়ো করবেন না।
মকর রাশি- বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন মকর রাশির জাতকরা। ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা আসতে পারে।
মীন রাশি- এই সময় মীন রাশির জাতকদের ব্যবসায় প্রবল ক্ষতির আশঙ্কা আছে। আয়ের থেকে ব্যয় বেশি হবে। বিবাহিত মীন রাশির জাতকদের জীবনে বিভিন্ন সমস্যা আসবে।
আরও পড়ুন: পরের রবিবার থেকে পালটে যাবে ভাগ্য, কোন রাশির লাভ হবে? কাদের হবে লোকসান?
কবে বুধের রাশি পরিবর্তন?
মঙ্গলবার বিকেল পাঁচটা ১৬ মিনিটে বৃষ রাশিতে বক্রি হবেন বুধ। আগামী ১৩ মে বেলা ১২ টা ৫৬ মিনিটে অস্ত যাবেন। আগামী ৩ জুন দুপুর একটা সাত মিনিটে মার্গী হবেন। তারপর আগামী ২ জুলাই সকাল ৯ টা ৪০ মিনিটে প্রবেশ করবেন মিথুন রাশিতে।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)