Budh Gochar 2023 into Capricorn: হাতে মাত্র পাঁচদিন পড়ে আছে। তারপরই বুধের রাশি পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই গোচরের ফলে পাঁচটি রাশির জাতকদের ভাগ্য চমকাবে। কেটে যাবে খারাপ সময়। কোন কোন রাশির জাতকদের ভাগ্য চমকাবে, তা দেখে নিন -
1/6আগামী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মকর রাশিতে প্রবেশ করতে চলেছেন বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধকে গ্রহের রাজকুমার হিসেবে বিবেচনা করা হয়। মকর রাশিতে বুধের গোচরের ফলে কয়েকটি রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। তাঁদের ভাগ্যোদয় হতে চলেছে।
2/6মিথুন রাশি- বুধের গোচরের ফলে মিথুন রাশির জাতকদের শুভ সময় শুরু হতে চলেছে। চাকরি এবং ব্যবসার জন্য ভালো সময় কাটবে। চাকরিতে ভালো সুযোগ মিলবে। অর্থ লাভ হবে মিথুন রাশির জাতকদের। আপনি যে কাজ করবেন, তা প্রশংসিত হবে। কর্মক্ষেত্রে নয়া সুযোগ মিলবে। বিবাহিত জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে।
3/6সিংহ রাশি- সিংহ রাশির যে স্থানে বুধের গোচর হতে চলেছেন, তাতে সিংহ রাশির জাতকদের শুভ সময় শুরু হবে। অর্থ লাভের পথ প্রশস্ত হতে চলেছে। চাকরিতে উন্নতি হবে। ব্যবসায় মুনাফা বাড়বে। যে কাজ করবেন, তাতেই সাফল্যের মুখ দেখবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/6কন্যা রাশি- বুধের রাশি পরিবর্তনের ফলে কন্যা রশির জাতকরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। চাকরি এবং ব্যবসায় সাফল্যের যোগ তৈরি হবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এটা অনুকূল সময় হতে চলেছে। সমানে মান-সম্মান বৃদ্ধি পাবে। পারিবারিক সময় ভালো কাটবে কন্যা রাশির জাতকদের।
5/6বৃশ্চিক রাশি- বুধের গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতকদের অর্থলাভের পথ প্রশস্ত হবে। ভাগ্যের পুরো সহায়তা মিলবে। এই সময়টা খুব ভালো কাটতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন সুখকর হতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের।
6/6ধনু রাশি- বুধের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকদের জীবন থেকে সমস্যা কেটে যাবে। কাজে সাফল্য লাভ করবেন। দাম্পত্য জীবন সুখকর হতে চলেছে। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। পারিবারিক জীবন সুখকর হবে ধনু রাশির জাতকদের।