ভ্যালেন্টাইন্স ডের সপ্তাহে তথা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বুধ প্রবেশ করছে ধনু রাশিতে। ৭ ফেব্রুয়ারি এই বিশেষ যোগ সম্পন্ন হতে চলেছে। তারফলে একাধিক রাশি লাভবান হতে চলেছে। আর তার জেরে চারটি রাশি লাভবান হতে চলেছে। দেখে নেওয়া যাক কোন ৪ রাশি এরফলে লাভবান হচ্ছে।
1/6বৈদিক জ্যোতিষ মতে বুধ গ্রহকে গ্রহদের রাজকুমার মনে করা হয়। ব্যবসা, বুদ্ধি,সংবাদ, কথা বলা সমস্ত কিছুর কারক হিসাবে দেখা হয় বুধ গ্রহকে। আর তার ফলে বেশ কয়েকটি দিক থেকে লাভদায়ক হয় এই সময়কাল। আসন্ন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শনিদেবের রাশি মকরে প্রবেশ করছে বুধ গ্রহ। ধনু রাশি থেকে বেরিয়ে শনিদেবের রাশিতে তিনি প্রবেশ করছেন। এরফলে একাধিক রাশিতে তার সুপ্রভাব পড়তে চলেছে।
2/6উল্লেখ্য, ভ্যালেন্টাইন্স ডের সপ্তাহে তথা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বুধ প্রবেশ করছে ধনু রাশিতে। ৭ ফেব্রুয়ারি এই বিশেষ যোগ সম্পন্ন হতে চলেছে। তারফলে একাধিক রাশি লাভবান হতে চলেছে। আর তার জেরে চারটি রাশি লাভবান হতে চলেছে। দেখে নেওয়া যাক কোন ৪ রাশি এরফলে লাভবান হচ্ছে।
3/6বৃষ- বুধের রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক জাতিকারা বেশ লাভবান হবেন। পরিবারে খুশির পরিবেশ বর্তমান থাকবে। পরিবারে হতে পারে মাঙ্গলিক কাজ। মায়ের স্বাস্থ্যে আসবে ভালো সময়। বুধের গোচরের প্রভাবে ভালো সময় আসবে।
4/6কন্যা- বুধের গোচর আর্থিক দিক দিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভফল দিতে চলেছে। বৈবাহিক জীবন খুবই সুখের হতে চলেছে। প্রেমের দিক থেকে সময় ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে। কোন জিনিসের প্রয়োজন জীবনে তা বুঝতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6বৃশ্চিক-বুধের গোচর খুবই লাভদায়ক হতে চলেছে আপনাদের জন্য। এই সময় আকস্মিক ধন সম্পত্তি পেয়ে যেতে পারেন। যে কোনও দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে পারবেন। বিনিয়োগের প্ল্যানিং যদি করেন, তাহলে এই সময়টি আপনার জন্য অনুকূল হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6মীন- চাকরির নতুন সুযোগ আসবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। নতুন কোনও ব্যবসা শুরু হতে পারে। সাফল্য প্রাপ্তির জন্য আপনাকে সামান্য পরিশ্রম করতে হবে। আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। পরিবারের সঙ্গে কোথাও যেতে পারেন। ( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)