বৈদিক জ্যোতিষ বলছে, বুধের কৃপা যাঁদের ওপর থাকে, তা... more
বৈদিক জ্যোতিষ বলছে, বুধের কৃপা যাঁদের ওপর থাকে, তাঁদের যুক্তি দিয়ে কিছু গ্রহণ করার ক্ষমতা থাকে খুব ভালো। বুধ বিভিন্ন সময়ে গোচরের ফলে শুভ যোগ তৈরি করে। উল্লেখ্য, বুধ গ্রহ ১৩ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। এর হাত ধরে যে ভদ্র নামের যোগ তৈরি হচ্ছে, তাতে কোন কোন রাশি শুভ ফল পেতে চলেছে, দেখে নেওয়া যাক।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে খুব শিগগিরিই শুরু হতে চলেছে বুধের গোচর। বুধের এই বিশেষ গোচরের ফলে শুরু হবে ভদ্র নামে এক রাজযোগ। বলা হয়, যে সমস্ত ব্যক্তির কোষ্ঠীতে এই যোগ তৈরি হয়, তাঁদের ব্যবসা, অঙ্ক, কৌশলগত দিক, লেখালিখির দিক, এই সমস্ত দিক মিলিয়ে উন্নতি থাকে।
2/5উল্লেখ্য, বৈদিক জ্যোতিষ বলছে, বুধের কৃপা যাঁদের ওপর থাকে, তাঁদের যুক্তি দিয়ে কিছু গ্রহণ করার ক্ষমতা থাকে খুব ভালো। বুধ বিভিন্ন সময়ে গোচরের ফলে শুভ যোগ তৈরি করে। উল্লেখ্য, বুধ গ্রহ ১৩ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। এর হাত ধরে যে ভদ্র নামের যোগ তৈরি হচ্ছে, তাতে কোন কোন রাশি শুভ ফল পেতে চলেছে, দেখে নেওয়া যাক।
3/5বৃশ্চিক- ভদ্র রাজযোগ এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ ফল দিতে থাকবে। কেরিয়ার ও ব্যবসার দিক থেকে এই রাজযোগ খুবই লাভদায়ী হবে। ব্যবসায় নতুন অর্ডার আসবে। তারই সঙ্গে আসবে সাফল্য। যাঁদের রোজগার অনেকদিন ধরে বন্ধ রয়েছে, তাঁদের আয়ে বৃদ্ধি হবে এখন। বিদ্যার্থীরা পাবেন লাভ।
4/5বৃষ- ভদ্র রাজযোগে বৃষ রাশির জাতক জাতিকারা খুবই লাভজনক রাস্তায় হাঁটতে পারেন। বৈবাহিক জীবনে আগের চেয়ে বেশি আনন্দ ও সুখ আসবে। কোনও অংশিদারীর কারবারে ভালোে লাভ হতে পারে। দাম্পত্য প্রেম তুঙ্গে থাকতে পারে। বাড়িতে ধার্মিক কর্নকাণ্ড বাড়বে।
5/5মীন- ভদ্র রাজযোগ, মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ মনে হতে পারে। জ্যোতিষ গণনা বলছে, ভাগ্য ও বিদেশের স্থানে এই রাজযোগ তৈরি হবে। এই সময় সন্তানের উন্নতি ও সহযোগিতা দেখতে পারেন। অবিবাহিতদের বিয়ের যোগ আসন্ন। কোথাও বেড়াতে যেতে পারেন। আর্থিক উন্নতি, আয় বৃদ্ধির সম্ভাবনা। (এই তথ্য মান্যতা নির্ভর। এই তথ্য নিশ্চিত করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)