জ্যোতিষশাস্ত্রে বুধের গোচরের অপার প্রভাব রয়েছে। বুধ গোচর হতেই একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখে থাকেন অনেক সময়ই। তবে কোনও কোনও রাশিতে বুধের এই গোচরের খুবই খারাপ প্রভাব পড়ে থাকে। আজ দেখা যাক, ভালোর খবর। বহু রাশিতেই এই বুধের গোচর ভালো প্রভাব ফেলে থাকে। তারফলে অনেকই লাভবান হয়ে থাকেন। আর হাতে গোনা কয়েক দিন পর থেকে আসবে লাভ। দেখা যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন? রইল রাশিফল।
সিংহ
আসন্ন নতুন বছর সিংহ রাশির জাতক জাতিকার জন্য খুবই শুভ প্রমাণিত হতে চলেছে। শিক্ষা, প্রেমের দিক থেকে এই সময় খুবই ভালো যেতে চলেছে। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন সব দিক থেকে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে, ব্যবসায় বিপুল লাভ হতে চলেছে। শিক্ষা ক্ষেত্রে আপনার অপার উন্নতি হবে। সব কাজে জীবনসঙ্গীর সঙ্গে অপার সহযোগিতা মিলবে। প্রেম জীবনে ইতিবাচক সুফল পাবেন। পারিবারিক ও বৈবাহিক জীবন সুখের কাটবে।
তুলা
ভাইবোনদের থেকে পাবেন বিপুল সমর্থন। কর্মক্ষেত্রে সিনিয়রদের সহযোগিতা পাবেন। নতুন কোনও কাজ শুরু করতে চাইলে, তাও এবার করতে পারবেন। আপনার আর্থিক পরিস্থিতি দারুন ভালোর দিকে যাবে। কেরিয়ার আর ব্যবসায় আপনি দারুন সাফল্য পাবেন। ব্যবসায় বিপুল মুনাফা হবে। চাকরিতে প্রমোশনের যোগ তৈরি হচ্ছে। পরিবারে সুখ শান্তি থাকবে।
কুম্ভ
এই সময় টাকা পয়সায় ভরে থাকবে। পুরনো বিনিয়োগ থেকে পাবেন টাকা। আপনার কাজ করার ক্ষমতা আগের থেকে বাড়বে। কোনও বিদেশে জড়িত কাজ থেকে আপনি লাভ পাবেন। খুব কঠিন কাজ খুব সহজে হয়ে যাবে। বন্ধু বা প্রেমিক কিম্বা প্রেমিকার সঙ্গে ঘুরে মন ভালো থাকবে। পড়ুয়াদের জন্য লাভ। টাকা রোজগারের দারুন সময় আসছে। নতুন চাকরি করার জন্য ভালো সময়।
বুধের গোচর কবে?
২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রয়েছে বুধের গোচর। বুধ সেই সময় ধনু রাশিতে প্রবেশ করবেন। বুধ গোচর করার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)