শনিদেবের রাশি মকরে বুধদেব আগামী ২৬ ফেব্রুয়ার... more
শনিদেবের রাশি মকরে বুধদেব আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন। বুধের মকর রাশিতে থাকার ফলে একাধিক রাশির জীবনে ভাগ্যোদয় হতে চলেছে। আবার একাধিক রাশিতে রয়েছে খারাপ প্রভাবও। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত মকর, কুম্ভ, মীন রাশিতে কী কী প্রভাব পড়তে চলেছে দেখে নেওয়া যাক।
1/5বুধদেবের জ্যোতিষমতে রয়েছে অপার প্রভাব। বলা হয় যাঁদের কোষ্ঠীতে বুধের অবস্থান ভালো জায়গায় রয়েছে, তাঁদের ভাগ্যোদয় পাক্কা। নানান রকমের সমস্যা থেকে মুক্তি মেলে এই বুধ কোষ্ঠীতে সঠিক জায়গায় থাকলে। ফেব্রুয়ারির শেষের দিক পর্যন্ত বুধের নয়া অবস্থানের ফলে একাধিক রাশিতে তার প্রভাব পড়তে চলেছে।
2/5উল্লেখ্য, শনিদেবের রাশি মকরে বুধদেব আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন। বুধের মকর রাশিতে থাকার ফলে একাধিক রাশির জীবনে ভাগ্যোদয় হতে চলেছে। আবার একাধিক রাশিতে রয়েছে খারাপ প্রভাবও। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত মকর, কুম্ভ, মীন রাশিতে কী কী প্রভাব পড়তে চলেছে দেখে নেওয়া যাক।
3/5মকর-পারিবারিক অশান্তি হতে পারে। নিজের সমস্যার কারণ যেন আপনি না হন, তার দিকে রাখতে হবে খেয়াল। একাগ্রভাবে নিজের কাজ করুন। শত্রু চারিদিকে ঘুরছে, সাবধান থাকতে হবে। আপনার ওপর কোনও আইনি পদক্ষেপ হতে পারে। সাবধানে চলা ফেরা প্রয়োজন। ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5কুম্ভ- স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কোনও বড় সিদ্ধান্ত নিতে হলে বাড়ির সদস্যদের সঙ্গে আলোচনা করুন। বর্ষীয়ানদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। হাতে পায়ে কোথাও যন্ত্রণা হতে পারে। বুঝে শুনে সিদ্ধান্ত নিন। মানসিক দিক থেকে শক্তিশালী থাকুন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5মীন-রাগের ওপর সংযম রাখুন। সহজে রেগে গেলে অনেক পরিস্থিতিতে আপনি বিপাকে পড়তে পারেন। ব্যবসায়ে ধাক্কা খেতে পারেন। তবে ধৈর্য ধরতে হবে। আলোচনা করে কোনও কাজ করলে পাবেন অপার সাফল্য, বিপদে পড়তে হবে না। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।) (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)