জ্যোতিষশাস্ত্রমতে প্রতিটি গ্রহের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। তাদের মধ্যে বুধের মাহাত্ম্য আলাদা। গ্রহদের রাজকুমার বুধ, বুদ্ধি ব্যবসা, কথা, সংবাদ, অর্থ ব্যবস্থার কারক হিসাবে রয়েছেন। এরফলে বুধের গতিপথে সামান্য পরিবর্তনও বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এবার আসন্ন সময়ে বুধের নক্ষত্র পরিবর্তন রয়েছে। আর ফেব্রুয়ারি মাসে সেই নক্ষত্র পরিবর্তনের ফলে একঝাঁক রাশির জাতক জাতিকারা লাবের মুখ দেখতে চলেছেন। কারা হবেন লাকি, দেখা যাক।
মিথুন
বুধের নক্ষত্র পরিবর্তন আপনার জন্য খুবই লাভদায়ী হবে। সুখ সুবিধায় হু হু করে বৃদ্ধি হবে। ব্যবসাতেও আকস্মিক লাভ হতে পারে। ব্যবসায় বৃদ্ধি হতে পারে। যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে এই সময়কাল ভালো। এই সময় ব্যবসা আগের থেকে ভালোর দিকে যেতে পারে। ব্যবসায় অনেকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হতে পারে। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁরা খোঁজ পেতে পারেন। সিনিয়র অফিসাররা আর সহকর্মীদের পুরো সহযোগিতা পেতে পারেন সব কাজে। অংশীদারিত্বে করা সব কাজে পাবেন লাভ।
কন্যা
বুধের নক্ষত্র পরিবর্তন করে এই রাশিতেই ষষ্ঠভাবে থাকবেন। এই সময় জাতক জাতিকাদের জীবনে খুশি, আনন্দ আসতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। কাজের বহু ধরনের রাস্তা খুলে যাবে, যার হাত ধরে আসবে রোজগার। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা ভালো কোনও চাকরি পেতে পারেন। কোনও রকমের বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে ভালো আয় করতে পারেন। ব্যবসায় আপনার দ্বারা তৈরি করা রণনীতি সাফল্য আনতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে। সাফল্য আসতে পারে।
কুম্ভ
এই রাশির লগ্নবাবে বুধ বিরাজ করে রয়েছেন। এই রাশির জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তি থেকে কিছু পেতে পারেন এই সময়। কেরিয়ারের দিক থেকেও ভালো লাভ হতে পারে। উন্নতির সঙ্গে সঙ্গেই কোনও ভালো সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবনে চলা সমস্যা মিটে যাবে। প্রেম জীবন আগের থেকে ভালোর দিকে যাবে। অংশীদারির কাজে দারুন লাভ আসলেও আসতে পারে। আত্মবিশ্বাস আর সাহসে বৃদ্ধি হতে পারে। যার ফলে বেশ কিছু সেক্টর থেকে সাফল্য পেতে পারেন।
কবে শতভিষায় প্রবেশ বুধের?
১৫ ফেব্রুয়ারি ৫ টা ১৮ মিনিটে রাহুর নক্ষত্র শতভিষায় প্রবেশ করবেন বুধদেব। ২৭টির মধ্যে ২৪ তম নক্ষত্র এইটি। বুধ ও রাহুর মধ্যে রয়েছে সদ্ভাব। সেই জায়গা থেকে এই গোচর বেশ লাভদায়ী।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )