গুরুকে সঙ্গে নিয়ে বুধ এবার তৈরি করতে চলেছে শক্তিশালী প্রতিযুতি যোগ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকার জীবনে আসতে চলেছে লাভ। দুই গ্রহই নির্দিষ্ট সময় পর পর নিজের অবস্থান পাল্টায়। ধন ও বৈভবের দাতা গুরু বছরে একবার রাশি পরিবর্তন করেন, আর বুধ মাসে একবার নিজের রাশি পাল্টান। তার প্রভাব দেশ দুনিয়ায় পড়বে। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে আর বুধ বৃশ্চিক রাশিতে রয়েছেন। তারফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে প্রভাব পড়বে। দুই গ্রহ একে অপরের ১৮০ ডিগ্রি অবস্থানে থেকে এই নয়া যোগ তৈরি হতে চলেছে। তার জেরে লাভ পাবেন কারা? দেখে নিন।
কর্কট
এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্র থেকে সাফল্য লাভ করবেন। আপনি নিজের উদ্দেশ্য প্রাপ্তিতে সফল হবেন। ফালতু খরচ থেকে নিজেকে বাঁচান। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। বুদ্ধির বৃদ্ধি হয়, এমন সমস্ত পদক্ষেপ করতে শুরু করবেন। বহু সমস্যাগুলি এবার শেষের দিকে আসবে। আপনি নিজের কাজে পাবেন সাফল্য। প্রমোশনের যোগ রয়েছে। আয়ে হু হু করে বৃদ্ধি হবে। সব কাজে আজ থেকে সাফল্য আসতে পারে। আয় বাড়তে পারে। চাকরি পাল্টাতে ইচ্ছুক যারা তাঁরা লাভ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
কুম্ভ
এই রাশির জাতক জাতিকার বুদ্ধিগত ক্ষমতা বাড়বে। তর্ক বিতর্কের মাঝে এঁরা ক্ষমতায় থাকবেন। আপনার ব্যক্তিত্বে আরও উজ্জ্বলতা আসবে। চাকরিরতরা খুব লাভ পাবেন। আপনার যোগ্যতা আর কৌশল উন্নতির সঙ্গে হবে বেতন বৃদ্ধি। ব্যবসায় খুবই রোজগার হবে। টাকা সঞ্চয়ের সুযোগ বাড়বে। আপনার বহু ইচ্ছা পূরণ হবে।
কবে হবে প্রতিযুতি যোগ:- দৃক পঞ্চাঙ্গ অনুসারে প্রতিযুতি যোগ তৈরি হচ্ছে ৪ ডিসেম্বর। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দুই গ্রহ একে অপরের সঙ্গে ১৮০ ডিগ্রি অবস্থানে থাকবে। তারফলেই এই যুতি তৈরি হচ্ছে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস।)