বৈদিক জ্যোতিষমতে একাধিক গ্রহের রাশি পরিবর্তন ঘটতে চলেছে। বহু রাশিতে বুধ ও বৃহস্পতি যুতির ফলে একাধিক রাশিতে এর প্রভাব পড়তে চলেছে। ১২ রাশিতে এর কম বেশি প্রভাব পড়তে চলেছে। তারমধ্যে ৫ টি বিশেষ রাশিতে এর বেশি প্রভাব পড়তে পারে। দেখে নেওয়া যাক এই বিশেষ ৫ টি রাশি।
1/7গ্রহদের রাজকুমার বুধ ১৬ মার্চ ২০২৩ সদ্য নিজের রাশি পরিবর্তন করেছে। দেবগুরু বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করেছেন বুধ। তারফলে বহু রাশিতে তার প্রভাব পড়তে চলেছে। এর হাত ধরে একাধিক রাশিতে মান সম্মান, ঐশ্বর্য, সুখ , সুবিধার রেশ আসতে পারে।
2/7বৈদিক জ্যোতিষমতে একাধিক গ্রহের রাশি পরিবর্তন ঘটতে চলেছে। বহু রাশিতে বুধ ও বৃহস্পতি যুতির ফলে একাধিক রাশিতে এর প্রভাব পড়তে চলেছে। ১২ রাশিতে এর কম বেশি প্রভাব পড়তে চলেছে। তারমধ্যে ৫ টি বিশেষ রাশিতে এর বেশি প্রভাব পড়তে পারে। দেখে নেওয়া যাক এই বিশেষ ৫ টি রাশি।
3/7বৃষ- এই সময় হঠাৎ করে হাতে পেয়ে যেতে পারেন টাকা। বিভিন্ন দিক থেকে আসতে পারে টাকা। ব্যবসা বা চাকরিতে পেতে পারেন লাভ। চাকরিতে হবে প্রমোশন। শিক্ষার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভালো সময় কাটতে চলেছে।
4/7মিথুন-ব্যবসায়ীদের মুনাফা খুবই হবে। ব্যাঙ্কিং ও মার্কেটিংয়ের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের জন্য এই সময়কাল খুবই ভালো। মান সম্মান বাড়বে। কর্মস্থলে কোনও দায়িত্ব আসতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাওয়া যাবে।
5/7কন্যা- যাঁরা ব্যবসা করেন, তাঁদের কর্মস্থলে ব্যাপক উন্নতি হতে পারে। কোনও নতুন লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। যা আপনার জন্য খুবই লাভদায়ী হতে পারে। বেশ কয়েকদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। জীবনসঙ্গীর সহায়তায় কোনও কাজ সফল হতে পারে।
6/7ধনু-বুধ ও বৃহস্পতির যুতিতে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন সূর্যোদয় দেখা যেতে পারে। পারিবারিক জীবন আনন্দময় থাকবে। এই সময় সম্পত্তিতে বিনিয়োগ করা খুবই ভালো ফল দেবে। টাকা আসার নতুন নতুন রাস্তা সামনে আসবে। ব্যবসায়ীদের আর্থিক স্থিতি আগের থেকে ভালো থাকবে। মায়ের সহযোগিতা পাবেন।
7/7মীন- বুধের গোচর মীন রাশিতেই ঘটতে চলেছে। তারফলে বহু রাশিতে এর সরাসরি প্রভাব পড়বে। কর্মস্থলে দায়িত্ব বাড়লেও, আর্থিক লাভ হতে থাকবে। কোথাও যাত্রার যোগ থাকবে। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)