বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বহু গ্রহ নির্দিষ্ট সময়ে গোচর করে বহু রাজযোগ তৈরি করে। কোথাও তারা যুতি তৈরি করে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। বর্তমানে রাজকুমার বুধ অস্ত অবস্থায় রয়েছেন। তিনি, কুম্ভে প্রবেশ করেছেন। ফলে কুম্ভ রাশিতে শনি, সূর্যের সঙ্গে বুধের সংযোগ ঘটে গিয়েছে। তারফলে বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। যার জেরে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
কর্কট
সময়ে সময়ে আকস্মিকভাবে টাকা রোজগার হতে পারে। নতুন নতুন জায়গা থেকে আসতে পারে টাকা। বিপরীত রাজযোগ আপনাদের ভাগ্যে নানান রকমের সুখবর আনতে চলেছে। এই সময় ভালো সময় কাটবে আপনাদের। সাট্টা আর লটারির বাজারে এই সময় লাভ হতে পারে। কর্মস্থলে বৃদ্ধি আসতে পারে। আপনার পরিকল্পিত যোজনা এবার কাজে দিতে পারে। কর্মক্ষেত্রে বৃদ্ধি দেথা দিতে পারে।
কন্যা
আপনার কাজের প্রশংসা হবে এই সময়। এই সময় আপনার কাজের প্রশংসা হবে। মান সম্মান হু হু করে বাড়তে থাকবে। হঠাৎ করে এই সময় হাতে আসতে পারে টাকা। কোথাও আটকে থাকা টাকা এই সময় হাতে আসতে পারে। আয়ের বৃদ্ধির যোগও তৈরি হতে পারে। বাড়ি কিম্বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে, তা লাভ দায়ক হবে। ছাত্রদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। বিলাসী জিনিসপত্রের চাহিদা বাড়বে। টাকা রোজগারের নতুন নতুন সুযোগ আসতে পারে।
ধনু
ধনু রাশির জন্য এই বিপরীত রাজযোগ খুবই লাকি। কোথাও টাকা যদি আটকে থাকে, তাহলে সেখান থেকে তা আসতে থাকবে। জীবনসঙ্গীর উন্নতির রাস্তা তৈরি হবে। আপনি কোনও নতুন যোজনা তৈরি করতে পারেন, তাতে আপনার মুনাফা বাড়বে। চাকরিরতদের জন্য সময় ভালো কাটতে পারে। আপনার ইচ্ছার ভালো পূর্তি হবে। টাকার সঞ্চয় করার ক্ষেত্রে এই সময় হবে লাভ। আসবে সাফল্য।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )