বুধের রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশি লাভবান হতে শুরু করবে। আসন্ন সময়ে ৭ জুন পর্যন্ত বুধ থাকবে মেষ রাশিতে। তারফলে বহু রাশিতে এর সুপ্রভাব পড়তে চলেছে। দেখে নেওয়া যাক, আসন্ন গোচরের ফলে কোন কোন রাশি লাভের মুখ দেখতে চলেছে।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে কোনও গ্রহের রাশি পরিবর্তন একটি বড় দিক। বুধ গ্রহকে তর্ক ও বৃদ্ধির কারক মনে করা হয়। আর অন্যান্য নানান গ্রহের মতো এই গ্রহেরও রাশি পরিবর্তন। বুধের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভবান হন। আসন্ন সময়ে বুধের রাশি পরিবর্তনের ফলে ৭ জুন পর্যন্ত মেষ রাশিতে থাকতে চলেছে। (HT_PRINT)
2/5বুধের রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশি লাভবান হতে শুরু করবে। আসন্ন সময়ে ৭ জুন পর্যন্ত বুধ থাকবে মেষ রাশিতে। তারফলে বহু রাশিতে এর সুপ্রভাব পড়তে চলেছে। বলা হচ্ছে, বুধ যখনই গোচর করে, তখনই চাকরি, ব্যবসা ও ব্যক্তিগত জীবনে দারুন প্রভাব পড়ে। দেখে নেওয়া যাক, আসন্ন গোচরের ফলে কোন কোন রাশি লাভের মুখ দেখতে চলেছে। (HT_PRINT)
3/5মিথুন- এই সময় ব্যবসায় দারুন মুনাফা হবে। বন্ধুদের থেকে দারুন ভালো ফলাফল পাবেন। বহু দিন ধরে আটকে থাকা টাকা পেতে পারেন এই সময়। কোনও নতুন জায়গায় লগ্নি করতে পারেন। তার থেকে পেতে পারেন দারুন লাভ। বৈবাহিক সম্পর্ক আগের থেকে ভালো হবে, প্রেমের দিক থেকে দারুন ভালো সময়। (HT_PRINT)
4/5সিংহ- বুধের রাশি পরিবর্তনে ভালো সময় আসতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। এই সময় রোজগার বাড়বে। আর্থিক দিক থেকে পাবেন লাভ। ব্যবসা আর চাকরি দুটি দিকেই পেতে পারেন অপার লাভ। টাকার দিক থএকে পেতে পারেন ভালো ইনক্রিমেন্ট। (HT_PRINT)
5/5ধনু- বুধের গোচর ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দারুন শুভ প্রমাণিত হতে চলেছে। সন্তান প্রাপ্তি নিয়ে যাঁরা চিন্তায়, তাঁরা এই সময়ে সুখবর পেতে পারেন। অফিসে কাদের চাপ যেমন বাড়তে পারে, তেমনই আপনার অধিকারও বাড়তে পারে অফিসে। বাড়িতে হতে পারে শুভ কাজ। আর্থিক দিক থেকে পেতে পারেন দারুন সাফল্য। (এই তথ্য মান্যতাধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রতীকী ছবি (HT_PRINT)