১৫ মে বৃষ রাশিতে গোচর করতে চলেছে সূর্য। একই দিনে গ্রহের রাজকুমার বুধের গোচর রয়েছে। বুধ এই সময় মেষ রাশিতে মার্গী হতে চলেছে। এর ঠিক ১৫ দিন পরে বৈভবের দেবতা শুক্র গোচর করতে চলেছে, কর্কট রাশিতে। ৩০ মে শুক্রের গোচর হতে চলেছে।
1/6বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে যেকোনও গ্রহের গোচরই ১২ রাশিতে বেশ খানিকটা প্রভাব ফেলে। এমনই একাধিক রাশির গোচর মে মাসে ঘটছে। যার ফলে ৪ রাশিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। চলতি মাসে সূর্য, বুধ, শুক্র, গোচর করতে চলেছে। তারফলে ৪ রাশিতে কম বেশি প্রভাব পড়বে। দেখা যাক, কোন কোন রাশি হতে চলেছে প্রভাবিত।
2/6১৫ মে বৃষ রাশিতে গোচর করতে চলেছে সূর্য। একই দিনে গ্রহের রাজকুমার বুধের গোচর রয়েছে। বুধ এই সময় মেষ রাশিতে মার্গী হতে চলেছে। এর ঠিক ১৫ দিন পরে বৈভবের দেবতা শুক্র গোচর করতে চলেছে, কর্কট রাশিতে। ৩০ মে শুক্রের গোচর হতে চলেছে। এর ফলে ৪ রাশিতে পড়তে চলেছে প্রভাব। দেখে নেওয়া যাক, কোন কোন রাশিতে এর প্রভাব পড়বে।
3/6কর্কট- মে মাস আপনার সমস্ত ইচ্ছা আকাঙ্খা পূরণ করার ক্ষমতা রাখে। এই সময় আপনি যা ভাববেন তাই পাবেন। সমাজে প্রতিষ্ঠিত লোকজন আপনার পক্ষে আসতে পারেন। আপনার সঙ্গে তাঁদের বন্ধুত্ব হতে পারে। আর্থিক দিক থেকে এই সময় আপনি হবেন লাভবান। চাকরিরতদের পদোন্নতি হবে। ভালো বেতনযুক্ত চাকরির অফার পাবেন।
4/6সিংহ- সূর্যের গোচর আপনার রাশিতে বিশেষভাবে লাভদায়ক হতে পারে। সরকারি চাকরির খোঁজে যাঁরা রয়েছেন, তাঁরা পাবেন লাভ। আপনি কোনও ভালো চাকরি পেতে পারেন। আপনার মান সম্মান বাড়তে শুরু করবে। প্রাইভেট সংস্থায় কাজ করার ক্ষেত্রে পেতে পারেন দারুন লাভ। অফিসে পেতে পারেন নতুন পদ। দারুন ভালো অর্থলাভের যোগ রয়েছে।
5/6কন্যা- বুধ মার্গী হতেই কন্যা রাশির জাতক জাতিকাদের লাভের ভাগ্য তুঙ্গে থাকবে। এই সময় কোনও তীর্থ স্থানে যেতে পারেন। উচ্চ শিক্ষা ক্ষেত্রে পাবেন সাফল্য। মান ও সম্মান বাড়বে। বিদেশ যেতে পারেন এই সময়। সন্তোষজনকভাবে কাজ করতে পারবেন। ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
6/6মীন- সরকারি দিক থেকে লাভের রাস্তা প্রশস্ত হবে। একাগ্রতা বাড়তে থাকবে। প্রতিটি কাজ আন্তরিকভাবে করবেন আপনারা। প্রতিটি কাজে পাবেন সহকর্মীর সাহায্য। কেরিয়ারে ভাল লাভ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। কর্মস্থলে আপনার কিছু বিভাগীয় পরিবর্তন হবে। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)