বাংলা নিউজ >
ভাগ্যলিপি >
Lucky Zodiac Signs on Raj Yog 2022: রাজ মহারাজ যোগে এই রাশিগুলির অর্থভাগ্য থাকছে তুঙ্গে! জ্যোতিষমতে রাশিফল একনজরে
Lucky Zodiac Signs on Raj Yog 2022: রাজ মহারাজ যোগে এই রাশিগুলির অর্থভাগ্য থাকছে তুঙ্গে! জ্যোতিষমতে রাশিফল একনজরে
Updated: 22 Jul 2022, 04:12 PM IST
লেখক Sritama Mitra
Budh Shukra Yuti Effect on Zodiac Signs: ১৩ জুলাই ...
more
Budh Shukra Yuti Effect on Zodiac Signs: ১৩ জুলাই থেকে মিথুন রাশিতে শুক্র অবস্থান করছে। তার আগে এই রাশিতে বসেছিলেন স্বয়ং বুধ দেবতা। তাঁর কৃপার জেরে বহু রাশিই ধনবান হয়ে ওঠে। এখনও এই যুতির প্রভাব শুরু হয়ে গিয়েছে। বহু রাশিতে এই যুতির প্রভাব পড়তে শুরু করেছে।
1/10জ্যোতিষমতে বলা হচ্ছে, যখন দুটি গ্রহ একটিই রাশিতে প্রবেশ করে, তখন তাকে বলা হয় যুতি। আর এই যুতির সময়কালে বহু শুভ যোগ দেখা যায়। বিভিন্ন রাশিতে এর শুভ প্রভাব পড়ে। যদিও জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয়, যুতির জেরে ১২ টি রাশিতেই বিভিন্ন ধরনের প্রভাব পড়ে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/10উল্লেখ্য,জুলাই মাসে একাধিক গ্রহের অবস্থানের জেরে যুতি দেখা গিয়েছে। তার ফলে বহু রাশিতে তার প্রভাব পড়েছে। কিছু কিছু রাশিতে তার প্রভাব এখনও চলছে। উল্লেখ্য, এই প্রভাবের জেরে বহু রাশির জাতক জাতিকারা সুখের মুখ দেখতে শুরু করে দিয়েছেন।
3/10১৩ জুলাই থেকে মিথুন রাশিতে শুক্র অবস্থান করছে। তার আগে এই রাশিতে বসেছিলেন স্বয়ং বুধ দেবতা। তাঁর কৃপার জেরে বহু রাশিই ধনবান হয়ে ওঠে। এখনও এই যুতির প্রভাব শুরু হয়ে গিয়েছে। বহু রাশিতে এই যুতির প্রভাব পড়তে শুরু করেছে।
4/10মিথুন- মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বুধ ও শুক্রের যুতি শুভ সংবাদ দিচ্ছে। এই রাশিতে দুই গ্রহের মিলনে শুরু হচ্ছে মহারাজ যোগ। এই যোগের ফলে বহু ভাল সময়ের সাক্ষী থাকছেন এই রাশির জাতক জাতিকারা।
5/10মিথুন রাশিতে যুতির প্রভাব- মহারাজ যোগের ফলে মিথুন রাশির জাতক জাতিকারা ধনবান হতে শুরু করবেন। কেরিয়ারের দিক থেকে এই রাশির জাতক জাতিকারা খুবই লাভবান হতে থাকবেন। বড়সড় কোনও প্রমোশন পেতে থাকবেন জাতক জাতিকারা। পার্থিব সুখ আসবে। (ছবিটি প্রতীকী)
6/10কন্যা-কন্যা রাশিতে এই যুতির ফলে ভদ্র নামের রাজ যোগ তৈরি হয়েছে। যার সুফল কন্যা রাশির জাতক জাতিকারা পেতে শুরু করেছেন। ব্যবসা থেকে চাকরি বিভিন্ন দিক থেকে এই যোগ শুভ ফল দিচ্ছে।
7/10কন্যা রাশিতে যুতির প্রভাব-সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন। এই যোগ ব্যবসায়ীদের জন্য খুবই ভাল। এর আগে বুধাদিত্য যোগ তৈরির ফলে সুখ সংবাদ পেয়েছিলেন এই রাশির জাতক জাতিকারা। বহু দিন ধরে আটকে থাকা কাজ এবার হতে পারে।
8/10মকর- মকর রাশির জাতক জাতিকারা রুচক ও শাসা যোগের ফলাফল ভোগ করবেন এই নয়া যুতির ফলে। মকর রাশির জাতক জাতিকার কুণ্ডলিতে রয়েছে রাজযোগ। এই দুই রাজযোগের ফলে ঘটতে পারে অনেক শুভ ফল।(ছবিটি প্রতীকী, দীপক সান্তা/হিন্দুস্তান টাইমস)
9/10মকর রাশিতে যুতির প্রভাব- মকর রাশিতে রাজ যোগের ফলে আকস্মিক ধনলাভ হতে পারে। যাঁরা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আচমকা টাকা পেতে পারেন। ভাগ্যের সঙ্গত প্রতিটা ক্ষেত্রে পেতে পারেন। এই সময় বিনিয়োগ করতে পাবেন উপকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
10/10এই আলেখ্যে দেওয়া তথ্যের ,সত্যতার দাবি করা হচ্ছে না। সত্যতা যাচাই করুন বিশেষজ্ঞের দ্বারা।