জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহ, কন্যা রাশি আর মিথুনের স্বামী। এই বুধকে জ্যোতিষমতে গ্রহদের রাজকুমার বলা হয়। ফলে বুধদেবকে, বুদ্ধি, তর্কশাস্ত্র,গণিতের কারক বলে মনে করা হয়। বুধদেব যখন নিজের অবস্থান বদল করে, তখন এই সমস্ত ক্ষেত্রগুলিতে প্রভাব পড়ে। এবার ২১ ফেব্রুয়ারি ২০২৫ সালে বুধদেব উদিত হতে চলেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন। কারা লাকি হতে পারেন, দেখা যাক, তাদের তালিকা।
বৃশ্চিক
বুধ দেবের উদিত হওয়া আপনাদের জন্য খুবই লাকি হতে পারে। বুধদেব সুখ আর ধন, সম্পত্তির স্থানে উদিত হতে চলেছেন। এই সময় আপনার সুখ সুবিধায় বৃদ্ধি হতে পারে। আপনি ভালো লাভ পেতে পারেন। এই সময় আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালোর দিকে যাবে। কোনও বিলাসী দ্রব্য এই সময় কিনতে পারেন। ছাত্রদের কেরিয়ার নিয়ে কোনও টেনশন চলতে পারে। পেশাগত চেষ্টায় ব্যবসায়ীরা ভালো লাভ পেতে পারেন।
মেষ
বুধ আপনার আয় ও লাভের জায়গায় উদিত হতে চলেছেন। পড়াশোনায় আসা সমস্যা থেকে পাবেন মুক্তি। এই সময় আপনার আয়ে বিপুল লাভ হতে পারে। রাজনীতিতে জড়িতরা যদি কোনও বিতর্কের মধ্যে পড়ে যান, তাহলে সেই বিতর্ক থেকে পাবেন মুক্তি। গুরু বা মেন্টররের কাছ থেকে ভালো উৎসাহ পেতে পারেন কোনও কাজের জন্য। বিনিয়োগ থেকে লাভের যোগ পাবেন।
কুম্ভ
এই বুধের উদয় কুম্ভ রাশির জন্য সুখবর নিয়ে আসবে। আপনার কাজের ধরনে নতুন আনন্দ আসতে পারে। আপনার কাজের ধরনে উজ্জ্বলতা আরও বাড়বে। আপনার জনপ্রিয়তা বাড়বে। সমাজে আপনার মান সম্মান বাড়তে পারে। ব্যবসায়ীরা কোনও কাজের ক্ষেত্রে ডিল পেতে পারেন। বিবাহিতদের দাম্পত্য জীবন খুবই ভালো থাকতে পারে। অবিবহিতের বিয়ের প্রস্তাব আসতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)