জ্যোতিষশাস্ত্র মতে, বুধদেব ৩১ ডিসেম্বর বক্রী অবস্থাতে ধনু রাশিতে ছিলেন। আর এরপর ২ জানুয়ারি ২০২৩ সালে ওই রাশিতেই তা অস্ত গিয়েছে। এরপর ১৩ জানুয়ারি ধনু রাশিতে রয়েছে বুধের উদয়। মকর সংক্রান্তি ১৪ জানুয়ারির আগেই ১৩ জানুয়ারিতে বুধের উদয়ের ফলে কোন কোন রাশিতে তার শুভ প্রভাব পড়বে দেখে নেওয়া যাক।
1/5মকর সংক্রান্তিতে বৈদিক জ্যোতিষমতে একাধিক গ্রহের গোচর আসন্ন। যার প্রভাবে ১২ রাশির প্রতিটিতেই কিছু না কিছু প্রভাব পড়তে আরম্ভ করবে। মকর সংক্রান্তির সময়কালেই ত্রিগ্রহী যোগ দেখা যাচ্ছে। আবার সেই সময়ই বুধের গোচর সম্পন্ন হবে। বুদের প্রভাবে কোন কোন রাশি লাভবান হবে দেখে নেওয়া যাক।
2/5জ্যোতিষশাস্ত্র মতে, বুধদেব ৩১ ডিসেম্বর বক্রী অবস্থাতে ধনু রাশিতে ছিলেন। আর এরপর ২ জানুয়ারি ২০২৩ সালে ওই রাশিতেই তা অস্ত গিয়েছে। এরপর ১৩ জানুয়ারি ধনু রাশিতে রয়েছে বুধের উদয়। মকর সংক্রান্তি ১৪ জানুয়ারির আগেই ১৩ জানুয়ারিতে বুধের উদয়ের ফলে কোন কোন রাশিতে তার শুভ প্রভাব পড়বে দেখে নেওয়া যাক।
3/5কর্কট- এই রাশির জাতক জাতিকাদের উপর বুধের প্রভাব পড়ার ফলে বহু ইতিবাচক ফলাফল দেখা যেতে পারে। যাঁরা কর্মসংস্থানের আশায় রয়েছেন, তাঁদের জন্য সুখবর আসতে পারে। কোনও সম্পত্তি বা টাকা বহু সময় ধরে আটকে থাকলে তা এই সময় পেয়ে যাবেন। কোনও বিদেশ যাত্রায় যেতে পারেন। কোনও আইনি জটিলতায় দারুন সাফল্য পাবেন।
4/5বৃশ্চিক-এই রাশির জাতক জাতিকাদের স্বামীগ্রহ বুধ। জাতকদের কোষ্ঠিতে বুধ দেব দ্বিতীয় ভাবে রয়েছেন। আপনি আপনার ব্যবসাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারেন। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।
5/5মীন- বুধ দেবের কৃপায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ভালো সময় আসতে চলেছে। জাতক জাতিকাদের কুণ্ডলীতে বুধ দেব কেরিয়ারের দিক থেকে ভালো প্রভাব ফেলতে পারেন। মুনাফা বাড়বে। চাকরিরতদের দারুন ভালো সময় কাটবে। পরিবারে আসবে আনন্দ, সদস্যদের সম্পূর্ণ সহযোগিতা মিলবে।(এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)