বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের যুবরাজ বুধের মাহাত্ম্য রয়েছে আলাদা। সিদ্ধান্ত, বুদ্ধি, তর্ক, ব্যবসার কারক হলেন বুধ। বুধ, মাসে দুইবার রাশি পরিবর্তন করে থাকেন। যার প্রভাব ১২ রাশিতে পড়তে চলেছে। সদ্য বুধ অস্ত অবস্থায় রয়েছেন। আর খুব শিগগিরই তিনি উদিত হবেন। তিনি কবে উদিত হবেন, তা জেনে নেওয়ার আগে দেখে নিন বুধ উদিত হতেই লাভ হতে পারে কাদের কাদের?
মেষ
এই রাশির জাতক জাতিকাদের জীবনে চলে আসা নানান উদ্বেগ চিন্তা, চ্যালেঞ্জ থাকলে তা কেটে যেতে পারে এই সময়। ভাই বোন, মামা সকলের সঙ্গে চলা নানান সমস্যা থেকে এবার রেহাই পেতে পারেন। আপনার সিদ্ধান্ত অনেককেই প্রভাবিত করবে। প্রমোশনের সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে। এই সময় ছাত্রদের জন্য ভালো হতে পারে। প্রেম জীবন আগের থেকে ভালোর দিকে যেতে পারে।
মিথুন
গুরুর সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যেতে পারে। সম্পর্ক বাবার সঙ্গে ভালোর দিকে যেতে পারে। তারফলে লক্ষ্য পূরণ করতে পারেন। পরিবারে নানান সমস্যা থেকে মুক্তি পাবেন। পরিবার বা বন্ধুদের সঙ্গে আগের থেকে সম্পর্ক ভালোর দিকে যেতে পারে। রাজনীতিতে যাঁরা রয়েছেন, তাঁদের ক্ষেত্রে আসতে পারে লাভ। নতুন কাজ বা ব্যবসা এই সময় শুরু করতে পারেন।
কুম্ভ
এই রাশির লগ্নভাবে বুধ উদিত হবেন। এই সময়কাল ছাত্রদের জন্য খুবই লাভদায়ী প্রমাণিত হবে। পড়াশোনার দীর্ঘদিন ধরে চলা সমস্যা এবার শেষ হবে। আপনি হতে পারেন সফল। পেশাগত জীবনের সমস্যা মিটে যেতে পারে। জীবনে কিছু ভালো সুযোগ আসতে পারে। অংশীদারির ব্যবসায় লাভ হবে। বৈবাহিক জীবনে আসবে খুবই সুখ শান্তি। প্রেম জীবন আগের থেকে ভালোর দিকে যাবে।
কবে উদিত হবেন বুধ?
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ২২ ফেব্রুয়ারি উদিত হবেন বুধ। সেদিন সন্ধ্যা ৭ টায় কুম্ভ রাশিতে উদিত হবেন বুধ। দিনটি পড়েছে শনিবার। তার প্রভাব সব রাশিতে পড়লেও, বিশেষ সুখকর প্রভাব পড়বে ৩ রাশিতে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )